Sourav Ganguly On Victory: ইংল্যান্ডে প্রথম টেস্টে ভারতের লজ্জাজনক পারফরম্যান্সের পর বিরাট কোহলিকে নিয়ে আবেগপ্রবণ বিবৃতি দিয়েছিলেন। যাতে মনে করা হচ্ছিল তাঁকে মিস করছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় টেস্ট শেষ হতেই শুভমান গিল ও বাহিনীর প্রশংসায় পঞ্চমুখ তিনি। গিল, সিরাজ ও আকাশদীপের নাম করে এক্স হ্যান্ডেলে সৌরভ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন।
কী লিখেছেন সৌরভ?
শুভমান গিল এবং তার দলের কী অসাধারণ পারফরম্যান্স। ব্যাট হাতে আর এখন বল হাতে। আকাশদীপ আর সিরাজ অসাধারণ। ভারতীয় আক্রমণভাগ ইংলিশ আক্রমণের চেয়ে অনেক উন্নত দেখাচ্ছে। আকাশদীপ আর সিরাজ পরিশ্রমী। বুমরাহ ছাড়াই ভারতের এই জয়লাভ দুর্দান্ত। গিলের নেতৃত্বে এর চেয়ে ভালো ফলাফল আর হতে পারে না। কী অসাধারণ ব্যাটিং প্রচেষ্টা।
এর আগে আটবার খেলে একটাও জয় আসেনি। সাতবার হারের মুখে পড়তে হয়েছিল। একবার ড্র করতে সক্ষম হয় ভারতীয় দল। বার্মিংহ্যামের এজবাস্টনে ইংল্যান্ডের অটল দুর্গে দখল করল নয়া ভারতীয় দল। বিরাট কোহলি-রোহিত শর্মা বিহীন ভারতীয় দল নিয়ে আশঙ্কা ছিল অনেক। তার উপর প্রথম টেস্টে ভাল খেলেও হারতে হয়েছিল। কিন্তু বারবার যে ঘুঘু ধান খেয়ে যাবে না, সেটা প্রমাণ করে দিল গিলবাহিনী। প্রথমত শুভমান ক্যাপ্টেন হওয়ার পরে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন (Shubhman Gill)। তাঁর নেতৃত্বেই প্রথমবার টেস্ট ফর্ম্য়াটে তিরঙ্গা উড়ল এজবাস্টনে। ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। সিরিজে ১-১ করে নিল তাঁরা।
গিলের দুই ইনিংসে অনবদ্য দ্বিশতরান, শতরানের পাশাপাশি এই ম্য়াচে ভারতের হয়ে বল হাতে ভেল্কি দেখালেন আকাশদীপ, মহম্মদ সিরাজরা। বিশেষ করে ঘরের মাঠে যে পিচে দিশাহারা দেখিয়েছেন ইংরেজ পেস অ্যাটাককে, সেখানে ভেল্কি দেখালেন আকাশদীপ। দেখে মনে হল রনজি ট্রফির ম্যাচে বিদর্ভ কিংবা মুম্বইয়ের ব্যাটারদের স্টাম্প ওড়াচ্ছেন। বুমরাবিহীন পেস অ্য়াটাককে নেতৃত্ব দিয়ে শুভমানের তুলে দেওয়া ব্যাটন নিয়ে পৌঁছে দিলেন জয়ের শেষ লাইনে।