Advertisement

Sourav on Akashdeep : আমার মতো আকাশদীপও বাংলার ছেলে, ও আমাদের গর্ব : সৌরভ

ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেছেন বোলার আকাশদীপ। একাই ১০ উইকেট নিয়েছেন তিনি। এই সাফল্যে খুশি বাংলার ক্রিকেট প্রেমীরা। কারণ বাংলা দলের হয়েই খেলেন তিনি।

Sourav Ganguly And Akashdeep Sourav Ganguly And Akashdeep
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 9:58 PM IST
  • ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেছেন বোলার আকাশদীপ
  • সেই বোলারের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠেছেন বোলার আকাশদীপ। একাই ১০ উইকেট নিয়েছেন তিনি। এই সাফল্যে খুশি বাংলার ক্রিকেট প্রেমীরা। কারণ বাংলা দলের হয়েই খেলেন তিনি। আকাশদীপের এই পারফরম্যান্সের ফলে বুমরার অভাব অনেকটাই পূরণ হয়েছে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সেই আকাশদীপকে নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 

মঙ্গলবার নিজের জন্মদিন উপলক্ষ্যে সিএবি-তে ছিলেন সৌরভ। কেক কাটেন তিনি। সেখানেই আকাশদীপের প্রসঙ্গে কথা বলেন মহারাজ। তাঁর খেদ, অনেকে আকাশদীপকে বাঙালি বলে মনে করছেন না। তবে আকাশদীপ বিহারের ছেলে হলেও বাংলার হয়ে খেলেন। আজ সে উঠে এসেছে এই বাংলা থেকেই, সেই কথা স্মরণ করিয়ে দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। 

মহারাজ বলেন, 'আমি খুব খুশি যে বাংলা থেকে খেলোয়াড় উঠে এসেছে। আকাশদীপ আমাদের গর্ব। ও বাঙালি নয় বলে অনেকে কথাবার্তা শুরু করেছে। এগুলোর কোনও মানে নেই। ও বাংলারই ছেলে। আমার মতো আকাশদীপও বাংলার। শামি, মুকেশ, ঈশ্বরণ, আকাশদীপরা যখন বাংলায় এসেছিল তখন ওদের কিছু ছিল না। নিজে পরিশ্রম করে, সিএবি-র সাপোর্টে তারা আজ এই জায়গায় গিয়েছে। এইগুলো ভুলে গেলে চলবে না।'    

ভারতীয় টেস্ট দলের নয়া ক্যাপ্টেন শুভমন গিলেরও প্রশংসা করেন সৌরভ। শুভমনের মধ্যে অনেক সম্ভাবনা আছে বলে দাবি করেন। তবে গিলকে আরও অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, সেটাও মনে করিয়ে দেন। বলেন, 'শুভমন ভালো খেলছে। আশা করব ওর কেরিয়ার নতুন দিশা পাবে। অসাধারণ খেলছে। সবে ক্যাপ্টেন হয়েছে। এটা হানিমুন পিরিয়ড। আরও চাপ আসবে। মানুষের প্রত্যাশা বাড়বে। এই টেস্টেই ও চাপে পড়বে। আশা করি সামলে উঠবে। ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে।' 

ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে বলতে শুরু করেছেন, পরের ম্যাচগুলোতে টিম ইন্ডিয়াকে চাপে রাখতে লাইভ পিচ করবে ইংল্যান্ড। তবে সৌরভ মনে করেন তেমনটা হলেও টিম ইন্ডিয়া সুবিধা পাবে। তাঁর কথায়, 'পিচে ঘাস থাকলে ভারতীয় বোলারা সুবিধা পাবে। আর আমাদের ব্য়াটাররা ফর্মে আছে। তাই এতে ভয় পাওয়ার কিছু নেই। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।' 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement