Advertisement

Sourav Ganguly: এই ঘরোয়া টোটকাতেই চোট সারাতেন সৌরভ, শেয়ার করলেন মায়ের সিক্রেট টিপস

খেলোয়াড়দের জীবনে চোট-আঘাত খুবই সাধারণ একটা ব্যাপার। ফুটবল খেলতে গেলে চোট তো আরও বেশি লাগে। বাংলার ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) প্রথম দিকে ফুটবলার ছিলেন। পরে ক্রিকেটের প্রতি মন দেন। ফুটবল খেলতে গেলে চোট লাগবেই। আর সেই আঘাত কীভাবে সারাতেন মহারাজ?

সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর মা নীরূপা গঙ্গোপাধ্যায়সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর মা নীরূপা গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jun 2025,
  • अपडेटेड 3:15 PM IST

খেলোয়াড়দের জীবনে চোট-আঘাত খুবই সাধারণ একটা ব্যাপার। ফুটবল খেলতে গেলে চোট তো আরও বেশি লাগে। বাংলার ক্রিকেটের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) প্রথম দিকে ফুটবলার ছিলেন। পরে ক্রিকেটের প্রতি মন দেন। ফুটবল খেলতে গেলে চোট লাগবেই। আর সেই আঘাত কীভাবে সারাতেন মহারাজ? 

কীভাবে চোট সারাতেন সৌরভ?
ছোটবেলার কথা বলতে গিয়ে অনেকটাই আবেগপ্রবণ হয়ে পড়েন সৌরভ। তিনি বলেন, 'ফুটবল খেলতে ভাল লাগত। কোনও কলকাতার ছেলে এমন নেই যে ফুটবলে লাথি মারেনি, আমি অন্তত দেখিনি। তা ছাড়া আমি নিজেও অনেক দিন ফুটবল খেলেছি। তবে ক্রিকেটে বেশি সুযোগ পেয়েছি।' এরপরেই আসে ছোটবেলায় পাওয়া চোটের প্রসঙ্গ। চোট পেলে মা নীরূপা দেবীর টোটকাই কাজে লাগাতেন তরুণ সৌরভ। আর তাতে দারুণ কাজও হত। 

ফুটবল খেলতে গিয়ে চোট পেলে ঘরোয়া উপায়েই তা সারাতেন সৌরভের মা। মহারাজ বলেন, 'ফুটবল খেলতে গিয়ে অনেক চোট পেয়েছি। মা রাতে চুন হলুদ লাগিয়ে দিতেন। ব্যথা কমিয়ে দিতেন।' এভাবে অনেকেই আজও চুন হলুদ দিয়েই চোট সারান। আর তাই  

এবার কোচ হিসেবেও কাজ করতে চান
ভারতীয় ক্রিকেটের ক্যাপ্টেন থাকার পাশাপাশি খেলা ছাড়ার পর সামলেছেন সিএবির সভাপতির দায়িত্ব। এরপর বোর্ডের সভাপতিও হয়েছেন। করোনার সময়ও আইপিএল আয়োজন করিয়েছেন। সেখান থেকে অব্যহতির পর এবার নতুন ভূমিকায় ভারতীয় ক্রিকেটের সেবা করতে চান সৌরভ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এবার তিনি টিম ইন্ডিয়ার কোচ হিসেবে কাজ করতে চান। এদিনও আবার সেটাই জানালেন সৌরভ। বলেন, 'কোচ হিসেবে জানি না সুযোগ কবে পাব। ইচ্ছে আছে, কবে হবে জানি না।'

ভারতীয় ক্রিকেটে নানা ভূমিকায় কাজ করলেও, আজও তাঁর কাছে সেরা, খেলোয়াড় হিসেবে কাটানো সময়টাই। সেটা আরও একবার স্পষ্ট করে দিলেন সৌরভ। তিনি বলেন, 'খেলা, প্রশাসক, কোচ এই তিনটির মধ্যে বাছতে বলা হলে ক্রিকেটজীবনটাকেই বেছে নেব।'  

Advertisement

Read more!
Advertisement
Advertisement