Advertisement

Sourav Ganguly T20 World Cup 2026: বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ছাড়া কারা? যা বললেন সৌরভ...

শহরে ফিরেই পুরোদমে প্রশাসক হিসাবে কাজ শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে ইডেন ঢুকে প্রথমে স্টেডিয়াম ও মাঠ পরিদর্শন করলেন। শেষবেলায় নানা খুঁটিনাটি বিষয়ে কর্তাদের নির্দেশও দিলেন। তারপর একটার পর একটা বৈঠক সারলেন সিএবি সভাপতি।

এই ফ্রেমে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। (গেটি)এই ফ্রেমে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। (গেটি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jan 2026,
  • अपडेटेड 10:39 PM IST

শহরে ফিরেই পুরোদমে প্রশাসক হিসাবে কাজ শুরু করে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার বিকালে ইডেন ঢুকে প্রথমে স্টেডিয়াম ও মাঠ পরিদর্শন করলেন। শেষবেলায় নানা খুঁটিনাটি বিষয়ে কর্তাদের নির্দেশও দিলেন। তারপর একটার পর একটা বৈঠক সারলেন সিএবি সভাপতি।

আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। প্রথমদিনই ম্যাচ রয়েছে ইডেনে। তাই প্রস্তুতিতে যেন কোনও ফাঁক না থাকে, তা নিশ্চিত করতে চান সৌরভ। পাশাপাশি এদিন আসন্ন বিশ্বকাপ নিয়েও মুখ খুলেছেন তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক বেছে নিয়েছেন। সেমিফাইনালের সম্ভাব্য চার দলকে। সৌরভের কথায়, 'কারা সেমিফাইনাল খেলবে সেটা এখনই বলা কঠিন। তবে ভারতের সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার সম্ভাবনা বেশি। বিশ্বকাপে সবচেয়ে আকর্ষণীয় দল অবশ্যই ভারত। অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকাও দৌড়ে আছে। নিউজিল্যান্ডের কথাও বলব। ওরা এই বিশ্বকাপের কালো ঘোড়া।'

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে দুরন্ত ব্যাটিং করছে ভারত। তা নজর এড়ায়নি সৌরভের। ভারতের শক্তি প্রসঙ্গে তাঁর বার্তা, 'ভারতের ব্যাটিং লাইন আপ তো দুর্দান্ত। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবরা তো আছেই। ঈশান কিষাণও ভালো ফর্মে রয়েছে। সঙ্গে বোলিংয়ে জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী আছে।'

ঘরের মাঠে বিশ্বকাপ। প্রত্যাশার পারদ চড়ছে। দুর্দান্ত ছন্দে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের সিরিজে প্রথম তিনটে জিতে সিরিজ নিশ্চিত করেছে সূর্যকুমারের দল। চতুর্থ ম্যাচে হেরে গেলেও, দলকে পরীক্ষা করার সুযোগ পেয়েছে টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচে হয়ত সেরা দল নামাবেন গৌতম গম্ভীর। টি২০ বিশ্বকাপের আগে এটাই শেষ ম্যাচ। বড় টুর্নামেন্টের আগে দলের আত্মবিশ্বাসে চিড় ধরাতে চাইবেন না কোনও হেড কোচই। গম্ভীর কী করেন সেটাই দেখার।  

টি২০ বিশ্বকাপে ভারতের দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (ভিসি), ইশান কিশান (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, রিন্কু সিং।

Advertisement
Read more!
Advertisement
Advertisement