
আবারও ব্যাট হাতে নামছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত এসএ টি২০ তে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে কাজ করার পর, আবার প্লেয়ার সৌরভকে দেখা যাবে কলকাতায়। অফ স্ট্যাম্পের বাইরের বল আবার সপাটে বাউন্ডারির বাইরে পাঠাবেন, দেখা যেতে পারে তাঁর বিখ্যাত বাপি বাড়ি যা শটও। ব্যাপারটা ঠিক কী? খুলেই বলা যাক।
১ ফেব্রুয়ারি সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিএবি সভাপতি একাদশ বনাম সচিব একাদশের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হচ্ছে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেখানেই সভাপতি একাদশের হয়ে নামতে চলেছেন সিএবি সভাপতি সৌরভ স্বয়ং। অন্যদিকে, ৩ ফেব্রুয়ারি ‘ফ্র্যাঙ্ক ওরেল ডে’র রক্তদান শিবির আয়োজিত হবে ইডেনে। সেখানে রক্তদাতাদের এবার দেওয়া হবে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের সই করা শংসাপত্র।
কোচ হিসেবে শুরুটা একেবারেই ভাল ছিল না প্রিটোরিয়া ক্যাপিটালসের। পরপর ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছিল প্রিটোরিয়া ক্যাপিটালস। সেখান থেকে ঘুরে দাঁড়ায় সৌরভের দল। টানা ম্যাচ জিতে জায়গা করে নেয় ফাইনালে। কিন্তু তীরে এসে প্রিটোরিয়ার তরী ডোবে। খেতাবি যুদ্ধে হেরে যায় সৌরভের দল। তবে কোচের পারফরম্যান্সে খুশি প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকা অভিযান শেষ করে এবার কলকাতায় দায়িত্ব কাঁধে তুলে নেবেন সৌরভ।
ডিওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) দুরন্ত সেঞ্চুরির পরেও ১৫৯ রান রক্ষা করতে পারেনি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় প্রিটোরিয়া ক্যাপিটালস। এক রানে দু’টি উইকেট হারিয়ে ম্যাচ কার্যত হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সেখান থেকেই লড়াইয়ে ফেরান ডিওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)। আগ্রাসী মেজাজে সাতটি ছক্কা উড়িয়ে ৫৬ বলে ১০১ রান করেন তিনি। তাঁর সঙ্গে ব্রাইস পারসন্স (Bryce Parsons) তৃতীয় উইকেটে ৯৭ রানের জুটি গড়ে ইনিংসকে টেনে নিয়ে যান। তবে ব্রেভিসের সেই ঝকঝকে শতরান শেষ পর্যন্ত ‘অকাজের সেঞ্চুরি’ হয়েই থেকে গেল। কারণ, মাঝের ওভারগুলোয় নিয়মিত উইকেট হারিয়ে ক্যাপিটালস থামে ২০ ওভারে ১৫৮/৭-এ। সানরাইজার্সের হয়ে বল হাতে ম্যাচের রাশ টেনে ধরেন মারকো জানসেন (Marco Jansen), চার ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট।
১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সানরাইজার্স ইস্টার্ন কেপও শুরুতে ধাক্কা খায়। জনি বেয়ারস্টো (Jonny Bairstow) গোল্ডেন ডাক, তারপর কুইন্টন ডি ককের (Quinton de Kock) বিদায়—নবম ওভারে স্কোর দাঁড়ায় ৪৮/৪। সেখানেই ম্যাচের মোড় ঘোরান ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) ও ম্যাথিউ ব্রেটস্কে (Matthew Breetzke)। ধীরে ইনিংস গড়ে তোলার পর শেষের ওভারগুলোয় গিয়ার বদলান দু’জনেই। পঞ্চম উইকেটে তাঁদের অপরাজিত ১১৪ রানের জুটিতেই কার্যত ফাইনাল হাতছাড়া হয়ে যায় ক্যাপিটালসের। স্টাবস করেন ৪১ বলে ৬৩, ব্রেটস্কে ৪৯ বলে ৬৮। চার বল বাকি থাকতেই ছয় উইকেটের জয় নিশ্চিত করে সানরাইজার্স।