Advertisement

Sri Lanka Cricket Team: ক্যাপ্টেন হলেন আসালাঙ্কা, এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কার দল কেমন?

আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে, যার নেতৃত্বে থাকবেন চারিথ আসলাঙ্কা। অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ফাস্ট বোলার মাথিশা পাখিরানাও শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছেন।

 এই ফ্রেমে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা (এল) এবং অধিনায়ক চরিথ আসালাঙ্কা এই ফ্রেমে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা (এল) এবং অধিনায়ক চরিথ আসালাঙ্কা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2025,
  • अपडेटेड 7:48 PM IST

আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য দল ঘোষণা করে দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টের জন্য ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে, যার নেতৃত্বে থাকবেন চারিথ আসলাঙ্কা। অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ফাস্ট বোলার মাথিশা পাখিরানাও শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছেন।

মাথিশা পাথিরানার অ্যাকশন শ্রীলঙ্কার প্রাক্তন ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার মতো, যে কারণে তাঁকে 'বেবি মালিঙ্গা'ও বলা হয়। পাথিরানা শেষবার শ্রীলঙ্কার হয়ে একটি ম্যাচ খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে। ২২ বছর বয়সী পাথিরানা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) চেন্নাই সুপার কিংসের (CSK) প্রতিনিধিত্ব করেন। 

এবার এশিয়া কাপ ২০২৫ এর ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহির (UAE) দুটি শহর দুবাই এবং আবু ধাবিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি T20 ফর্ম্যাটে আয়োজন করা হবে। ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে গ্রুপ-A তে রয়েছে। যেখানে গ্রুপ-B তে হংকং, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের দল রয়েছে। এশিয়া কাপ ২০২৫, ৯ সেপ্টেম্বর শুরু হবে এবং এর ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর।

এশিয়া কাপে ভাল খেলার জন্য বদ্ধপরিকর শ্রীলঙ্কা। কারণ সামনেই টি২০ বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই টুর্নামেন্টকে দেখছে সমস্ত দলই। দল নির্বাচন ঠেকে শুরু সব ক্ষেত্রেই এই ছাপ স্পষ্ট।

এশিয়া কাপে শ্রীলঙ্কার ম্যাচগুলো কবে, কখন?
শ্রীলঙ্কা গত এশিয়া কাপে (২০২৩) দ্বিতীয় স্থান অর্জন করেছিল। ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা তাদের অভিযান শুরু করবে। এরপর ১৫ সেপ্টেম্বর দুবাইতে হংকংয়ের মুখোমুখি হবে তারা। এরপর, শ্রীলঙ্কা দল ১৮ সেপ্টেম্বর আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ১৬ সদস্যের স্কোয়াড: চরিখ আসালাঙ্কা (অধিনায়ক), পথুম নিসঙ্কা, কুসল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহানুশনাকা, মাহবুর রহমান। চামেরা, বিদুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement