বৃহস্পতিবার শুরু হচ্ছে বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ অক্টোবর। ভারতে এবারের বিশ্বকাপ হওয়ায় প্রত্যাশার পারদও চড়তে শুরু করে দিয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ইন্ডিয়া টুডে মুম্বই কনক্লেভে এসে ভারতীয় দলের সম্ভাবনার কথা জানালেন দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটার সুনীল গাভাস্কার ও হরভজন সিং।
বিপুল প্রত্যাশা থাকায়, সোশ্যাল মিডিয়া থেকে রোহিত শর্মাদের দূরে থাকার পরামর্শ দিলেন ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য হরভজন সিং। চাপ কাটাতেই তাঁর এই দাওয়াই বলে জানিয়েছেন প্রাক্তন অফস্পিনার। তিনি বলেন, ‘খেলার দিকে ফোকাস রাখতে হলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। যদিও ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের আরেক সদস্য সুনীল গাভাস্কার বলেন, ‘সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেও লাভ নেই। চাপ তাতে কিছুই কমবে না। সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে না পারলে ক্রিকেটারদের সামনে এসেও নিজেদের ক্ষোভ-হতাশার কথা জানিয়ে যেতে পারেন ফ্যানরা।‘
২০১১ সালের বিশ্বকাপ জয়ের ইতিহাসের কথা বলতে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন সদস্য হরভজন সিং বলেন, ‘সেবার আমরা সকলেই সচিন তেন্ডুকরের জন্য কাপটা জিততে চেয়েছিলাম। এবারের পরিস্থিতি একেবারে আলাদা। সেই দলে সচিনের জন্য আলাদা সম্মান ছিল।‘
গাভাস্কার যদিও মনে করেন, ভারতীয় দলের উচিত দেশের জন্য বিশ্বকাপটা জেতা। কোনও নির্দিষ্ট ক্রিকেটারের জন্য নয়। গাভাস্কার বলেন, ‘আমরা যখন খেলতাম, তখন আমাদের কাছে ভারতের হয়ে খেলাটাই বিরাট ব্যাপার ছিল। আমরা দেশের জন্যই খেলতাম। সেখানে কোনও ব্যক্তির আলাদা করে প্রভাব কাজ করত না। ভারতীয় দলের হয়ে খেলতে পারলেই আলাদা শান্তি পেতাম।‘
টিম ইন্ডিয়া শীর্ষে থেকে এবারের বিশ্বকাপে খেলতে নামছেন রোহিত শর্মারা। দুই নম্বর জায়গায় থেকে বিশ্বকাপে নামছে ভারতীয় দলের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাবর আজমের পাকিস্তান তিন নম্বরে রয়েছে। এখন দেখার দেড় মাসের এই বিশ্বকাপ শেষে কোন দল শেষ হাসি হাসে।