Advertisement

'যে দিন আমি ফাটব...' T20 বিশ্বকাপের আগে খারাপ ফর্ম নিয়ে সূর্যের সাফাই

T20 বিশ্বকাপের দল ঘোষণার পর নিজের অফ ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্যকুমার। দীর্ঘদিন ধরে সূর্যকুমারের ব্যাটে রানের খরা।

 খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্য খারাপ ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্য
Aajtak Bangla
  • আহমেদাবাদ,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 5:31 PM IST
  • দীর্ঘদিন ধরে সূর্যকুমারের ব্যাটে রানের খরা।
  • T20 বিশ্বকাপের দল ঘোষণার পর নিজের অফ ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্যকুমার।
  • গত বেশ কয়েকটি সিরিজে পারফর্ম করতে পারেননি এই ভারতীয় তারকা।

দীর্ঘদিন ধরে সূর্যকুমারের ব্যাটে রানের খরা। সূর্য যে নিজে T20-এর আদর্শ ব্যাটার, তাতে কোনও বিশেষজ্ঞের মনে কোনও সন্দেহ নেই। কিন্তু সমস্যা হল গত বেশ কয়েকটি সিরিজে পারফর্ম করতে পারেননি এই ভারতীয় তারকা। তবে এবার T20 বিশ্বকাপের দল ঘোষণার পর নিজের অফ ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্যকুমার।

আহমেদাবাদের GLS বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলতে এসে সূর্য বলেন, "একজন খেলোয়াড় সবসময় ভালো সময়ের মধ্যে থাকে না। আমি মোটেই বলছি না, যে সে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আমি বিশ্বাস করি, এটা একটা শেখার প্রক্রিয়া। সবসময় এমন একটা পর্যায় আসে যখন তোমার মনে হয় তুমি একটা শেখার পর্যায়ে আছো। এটা আমার জন্যও একটা শেখার সময়। কিছু উত্থান-পতন এসেছে।"

ভারত অধিনায়ক বলেন,  সূর্য বলেন, "আমার টিমে এখন আরও ১৪ জন খেলোয়াড় আছেন। তারা জানেন, আমি যেদিন বিস্ফোরণ ঘটাবো সেদিন কী হবে। আমি নিশ্চিত আপনারাও সেটা জানেন।" নিজের খারাপ ফর্মের মধ্যেও সূর্য জানান, তার মানসিকতা সম্পূর্ণ ইতিবাচক।

এরপর পড়ুয়াদের উদ্দেশে ইন্ডিয়ান ৩৬০ বলেন, "একটু ভেবে দেখো। পরীক্ষায় কম নম্বর পেলে কি তুমি খুব হতাশ হয়ে পড়ো? নাকি তুমি আবার কঠোর পরিশ্রম করো এবং ভালো নম্বর পাও। আমিও একই চেষ্টা করছি। আমি আরও ভালো পারফর্মেন্স নিয়ে ফিরে আসতে চাই।"

এমন একটি সময়ে সূর্যকুমার এই মন্তব্য করেছেন, যখন টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে রানের জন্য তিনি রীতিমতো ঝুঁকছেন। ডানহাতি এই ব্যাটারের ২০২৫ সিজনে পারফর্মেন্স রীতিমতো হতাশার। ১৯ ইনিংসে মাত্র ২১৮ রান করেছেন। গড়ে ১৩.৬২ এবং স্ট্রাইকিং ছিল ১২৩.১৬। যা মোটেই সূর্যকুমার সুলভ নয়। এশিয়া কাপে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৪৭। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজেও তিনি রান পাননি। চার ইনিংসে মিঃ  ইন্ডিয়ান ৩৬০-র সংগ্রহ মাত্র ৩৪। 

তবে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আরও একটি সুযোগ রয়েছে সূর্যকুমারের সামনে। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সুযোগ থাকছে ভারত অধিনায়কের সামনে। ভারতীয় সমর্থকদের আশা, ওই সিরিজেই নিজের ফর্মে ফিরতে পারবেন সূর্যকুমার। আর তেমনটা হলে স্বস্তি পাবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও।

Advertisement
Read more!
Advertisement
Advertisement