
শাস্তি পেতেই হল ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে। আইসিসি-র নিয়ম অনুসারে ম্যাচে রাজনৈতিক বক্তব্য পেশ করার জন্য ম্যাচ ফি-র ৩০ শতাংশ কাটা গেল তাঁর। এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচ বড় ব্যবধানে জিতে পাহেলগাঁও হামলার শহিদদের সেই জয় উৎসর্গ করেন ভারতের ক্যাপ্টেন। আর সে কারণেই শাস্তি পেতে হল তাঁকে।
কেন শাস্তি হল সূর্যকুমারের?
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূর্যকুমার যাদবের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে এবং আইসিসিতে অভিযোগ দায়ের করে। আইসিসি এর আগে দুই পাকিস্তানি ক্রিকেটার হ্যারিস রউফ এবং সাহেবজাদা ফারহানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। হ্যারিসকে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছিল, অন্যদিকে সাহেবজাদা ফারহানকে তিরস্কার করেই ছেড়ে দেওয়া হয়।
কী শাস্তি পেতে হল টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনকে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে তার ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে। বিসিসিআই আইসিসির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছে। যাদব গ্রুপ ম্যাচের জয়টি পহেলগাম হামলার। শিকার এবং ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে উৎসর্গ করে ছিলেন। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্দুর পরিচালনা করে, যার ফলে পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়ে যায়। পিসিবি সূর্যকুমার যাদবের বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে এবং আইসিসির কাছে অভিযোগ দায়ের করেছে।
টিম ইন্ডিয়ার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করার আনন্দে গ্যালারির দিকে উদ্দেশ্য করে ব্যাটকে বন্দুকের মত উঁচু করে ধরে রাখার ঘটনায় কোনওরকম জরিমানা করা হয়নি পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে। পাক ওপেনারকে শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। হ্য়ারিস রউফকে আর্থিক জরিমানার পাশাপাশি আগামী দিনে এমন আচরণ করলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে সতর্ক করেছে আইসিসি। অন্যদিকে, ভবিষ্যতে ক্রিকেট মাঠে রাজনৈতিক বার্তা না দেওয়ার কথা ভারত অধিনায়ক সূর্যকুমারকে বলা হয়েছে।