Advertisement

T20 World Cup-Rohit: ক্রিকেটেও মেসি ম্যাজিক, রোহিতকে শিখিয়েছিলেন কুলদীপ, Viral Video 

১৪ বছর পর বিশ্বসেরা ভারতীয় দল (Team India)। টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়ে বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) নকল করলেন ক্রিকেট তারকা রোহিত শর্মা (Rohit Shatma)। জয় শাহের কাছ থেকে ট্রফি সংগ্রহ করার সময় দেখা গেল অভিনব দৃশ্য। লিওনেল মেসির আইকনিক ফিফা বিশ্বকাপ উদযাপনের মুহূর্তটি পুননির্মাণ করলেন বার্বাডোজের মাঠে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

India T20 World Cup
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jun 2024,
  • अपडेटेड 5:53 PM IST
  • বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) নকল করলেন ক্রিকেট তারকা রোহিত শর্মা (Rohit Shatma)।
  • জয় শাহের কাছ থেকে ট্রফি সংগ্রহ করার সময় দেখা গেল অভিনব দৃশ্য।
  • লিওনেল মেসির আইকনিক ফিফা বিশ্বকাপ উদযাপনের মুহূর্তটি পুননির্মাণ করলেন বার্বাডোজের মাঠে।

১৪ বছর পর বিশ্বসেরা ভারতীয় দল (Team India)। টি ২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়ে বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসিকে (Lionel Messi) নকল করলেন ক্রিকেট তারকা রোহিত শর্মা (Rohit Shatma)। জয় শাহের কাছ থেকে ট্রফি সংগ্রহ করার সময় দেখা গেল অভিনব দৃশ্য। লিওনেল মেসির আইকনিক ফিফা বিশ্বকাপ উদযাপনের মুহূর্তটি পুননির্মাণ করলেন বার্বাডোজের মাঠে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

কার পরামর্শে এমন করলেন রোহিত?
আগে, যখন ফাইনালে ওঠা দুই দল মেডেল নিচ্ছে সেই সময় রোহিতের কাছেই দাঁড়িয়েছিলেন কুলদীপ যাদব। রোহিতকে তিনি দেখিয়ে দেন কীভাবে কাপ হাতে তুলতে হবে। আর সেটাই করেন হিটম্যান। পুরো দল মঞ্চে দাঁড়িয়ে ছিল। ঠিক যেভাবে ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা দলকে দেখা গিয়েছিল। সেই স্টাইলেই বিশ্বকাপ সেলিব্রেশনের আনন্দকে বহুগুন বাড়িয়ে দিলেন রোহিত। আইসিসির দুই কর্মকর্তা ভারত অধিনায়কের হাতে ট্রফি তুলে দিলেন। রোহিত মেসির স্টাইলে হাঁটলেন, ট্রফিটা হাতে নিয়ে আকাশে তুলে নিলেন। গোটা দল ট্রফি হাতে আনন্দে মতল।

১১ বছর পর আইসিসি ট্রফি জয়, ভারতীয় দলের সে‌লিব্রেশন যেন বাধনছাড়া। বারবার তীরে এসে তরী ডোবার কাহিনী যে সময় প্রায় সত্যি হতে যাচ্ছিল, সেই সময়ই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ফলে ট্রফি নিয়ে চলে  দেদার ফটো সেশন সঙ্গে উদ্দাম সেলিব্রেশন। ভাঙড়ার তালে মাতলেন বিরাট কোহলি, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেলরা। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

কোচিং কেরিয়ারের শেষদিনে বিশ্বকাপ জিতলেন দ্রাবিড় 
শনিবার রাতে জয়ের পর টি২০ ম্যাচ থেকে অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এখন থেকে এক দিনের ম্যাচ এবং টেস্ট খেলবেন তাঁরা। পাশাপাশি কোচের পোদ থেকেও সরে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। এটাই ছিল তাঁর শেষ ম্যাচ। সেই ম্যাচটা তাঁর জন্যও ঐতিহাসিক। ক্রিকেটার হিসেবে ফাইনালে উঠেও থামতে হয়েছে। তবে কোচ হিসেবে পেয়ে গেলেন কাঙ্খিত বিশ্বকাপ। তাও এমন দিনে। 

Advertisement

যা দেখে চোখের জল বাঁধ মানল না। পিচের কাছে ভারতীয় ক্রিকেটারদের কাঁধে তুলে দেওয়া হল দ্রাবিড়কে। যা দেখে দারুণ খুশি টিম ইন্ডিয়ার ফ্যানরা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement