
বছর ঘুরলেই T20 বিশ্বকাপ। ক্রিকেটের মেগা আসর। ইতিমধ্যেই ভারতের মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতে দেশকে গর্বিত করেছে। এবার ছেলেদের পালা। T20 বিশ্বকাপের ম্যাচগুলি কোন কোন স্টেডিয়ামে হবে, তা শর্টলিস্ট করে ফেলল BCCI। ভাল খবর হল, T20 বিশ্বকাপের ম্যাচ হবে কলকাতায় ইডেনেও।
বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে
যে সব শহরগুলিতে T20 বিশ্বকাপের ম্যাচ হবে, সেগুলি হল, আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বইয়ে। বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদে। বস্তুত, ২০২৩ সালে ODI বিশ্বকাপের ফাইনাল ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচও হয়েছিল আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এটাই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। ১ লক্ষের বেশি দর্শকের আসন রয়েছে। এই স্টেডিয়াম তৈরি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে।
বিশ্বকাপে একটিও ম্যাচ দেওয়া হল না বেঙ্গালুরুকে
সংবাদ সংস্থা PTI জানাচ্ছে, মহিলা ক্রিকেটের ODI বিশ্বকাপের ভেন্যু লিস্টে ছিল না বেঙ্গালুরু। এবার দেখা যাচ্ছে, পুরুষদের T20 বিশ্বকাপের বিশ্বকাপেও একটিও ম্যাচ দেওয়া হল না বেঙ্গালুরুকে। গত জুন মাসে RCB IPL জেতার পরে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছিল। তারপর থেকেই কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন আর আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে না।
যদি ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তাহলে তা হবে শ্রীলঙ্কা
সূত্রের খবর, ফেব্রুয়ারি-মার্চে হবে টি২০ বিশ্বকাপ। আগামী সপ্তাহেই সম্ভবত ICC এই টুর্নামেন্টের পুরো শিডিউল প্রকাশ করে দেবে। এবারের বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা একসঙ্গে আয়োজক। ভারত-পাকিস্তান ম্যাচের জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, ভারত বা পাকিস্তান কেউই একে অপরের দেশে গিয়ে খেলবে না। তাই যদি ভারত-পাকিস্তান ম্যাচ হয়, তাহলে তা হবে শ্রীলঙ্কায়।
ICC, BCCI ও PCB-র মধ্যে সমঝোতা
শ্রীলঙ্কায় তিনটি স্টেডিয়ামে ম্যাচ হবে। তার মধ্যে কলম্বোও রয়েছে। ভারত গতবারের চ্যাম্পিয়ন দল। তাই মনে করা হচ্ছে, ২০২৬ সালের T20 বিশ্বকাপে মানসিক ভাবে অনেকটাই আত্মবিশ্বাসী থাকবে ভারত। এবারও ICC, BCCI ও PCB-র মধ্যে সমঝোতা হয়েছে, যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তাহলে সেই ম্যাচ হবে শ্রীলঙ্কায়। আর যদি ভারত বা অন্য যে কোনও দল ফাইনালে ওঠে, সেই ম্যাচ হবে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।