Advertisement

T20 World Cup 2026: T20 বিশ্বকাপের আগে স্বস্তি ভারতীয় শিবিরে, চোট সারিয়ে দলে এই তারকা

অস্ত্রোপচারের পারে পুরোপুরি ম্যাচ ফিট না হতে পারার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচেও স্কোয়াডে জায়গা পাননি ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তিলক বর্মা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল সামনেই যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ এই অল্প সময়ের মধ্যে তিলক আদৌ সুস্থ হবেন তো? তবে এই ব্যাপারে অবশেষে একটি স্বস্তির খবর পাওয়া গিয়েছে। 

তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়াতিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া
Aajtak Bangla
  • তিরুবন্তপুরম,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 9:55 AM IST

অস্ত্রোপচারের পারে পুরোপুরি ম্যাচ ফিট না হতে পারার কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচেও স্কোয়াডে জায়গা পাননি ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার তিলক বর্মা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল সামনেই যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ এই অল্প সময়ের মধ্যে তিলক আদৌ সুস্থ হবেন তো? তবে এই ব্যাপারে অবশেষে একটি স্বস্তির খবর পাওয়া গিয়েছে। 

বিসিসিআই সূত্র মারফত জানা যাচ্ছে পেটে অস্ত্রোপচারের পরে তিলক এখন সম্পূর্ণ সুস্থ। সবকিছু ঠিকঠাক চললে আগামী রবিবারের মধ্যেই তিনি প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামার ছাড়পত্র পেয়ে যাবেন। বিসিসিআই সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে একটি বিশেষ অনুশীলন ম্যাচে অংশ নিয়েছিলেন তিলক। কোনও ক্রিকেটার চোট কিংবা অসুস্থতা সরিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জায়গায় চলে এলে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম এমন বিশেষ ম্যাচের আয়োজন করে সেখানেই দেখে নেওয়া হয়, এই ক্রিকেটার পুরোপুরি ম্যাচ ফিট হয়েছেন কিনা। 

জানা যাচ্ছে সেখানেই স্বসম্মানে উত্তীর্ণ হয়েছেন তিলক। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা, এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে আগামী ৩ ফেস্টোরি মুম্বইয়ে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিলক। তিনি সম্ভবত ভারতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচেও মাঠে নামবেন। ঘরের মাঠে আগামী ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। প্রতিযোগিতার আগে তিলক পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ায় ভারতীয় দলের শক্তি যে আরও বাড়ল তা বলাই যায়।

একের পর এক ক্রিকেটারের চোট ভারতের বিশ্বকাপ পরিকল্পনায় কিছুটা হলেও সমস্যা তৈরি করেছিল। সেটাই এখন কেটে যেতে চলেছে। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচে তিনি জায়গা নাও পেতে পারেন। 

IND বনাম NZ পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে সম্ভাব্য একাদশ
ভারত: সঞ্চজু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব (সি), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং।

Advertisement

নিউজিল্যান্ড: টিম সেইফার্ট (উইকেটরক্ষক), ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, প্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জাকারি ফাউলকস, ম্যাট হেনরি, ইশ সোধি, জ্যাকব ডাফি।
 

Read more!
Advertisement
Advertisement