Advertisement

Team India: T20 বিশ্বকাপের আগে বিরাট ধাক্কা খেল ভারত, ছিটকে যেতে পারেন এই তারকা

আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে কি ছিটকে গেলেন তিলক ভর্মা? তাঁর চোট দেখে অন্তত সেরকমই মনে করা হচ্ছে। বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে তলপেটে মারাত্মক চোট লাগে তাঁর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয়। চিকিৎসকরা অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরপর তিলকের সফল অস্ত্রোপচার হয় এবং এখন সে ভালো আছে

টিম ইন্ডিয়াটিম ইন্ডিয়া
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 10:42 AM IST

আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে কি ছিটকে গেলেন তিলক ভর্মা? তাঁর চোট দেখে অন্তত সেরকমই মনে করা হচ্ছে। বিজয় হাজারে ট্রফি খেলতে গিয়ে তলপেটে মারাত্মক চোট লাগে তাঁর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে হয়। চিকিৎসকরা অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন। এরপর তিলকের সফল অস্ত্রোপচার হয় এবং এখন সে ভালো আছে।

কী হয়েছিল?
রাজকোটে বিজয় হাজারের ম্যাচ খেলছেন তিলক। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘরোয়া ক্রিকেট খেলাকালীনই তলপেটে চোট পেয়েছেন তিনি। যার ফলে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে। বুধবার সকালে খাবার খাওয়ার পরই তলপেটে ব্যাথা অনুভব করেন তিলক। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানেই তাঁর অপারেশন হয়। 

কতদিন মাঠের বাইরে তিলক?
আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকে তো বটেই টি২০ বিশ্বকাপেও তাঁকে দলে পাওয়া যাবে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপের আগে শেষবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেই ঘরের মাঠে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ভার‍তীয় দল। সেই সিরিজ শুরু হচ্ছে ২১ জানুয়ারি থেকে। ফলে এত কম সময়ের মধ্যে তিলক সুস্থ হতে পারবেন না। প্রস্তুতি ছাড়া তাঁকে বিশ্বকাপের দলে রাখার ঝুঁকি কি নেবেন অজিত আগারকররা? সেটাই বড় প্রশ্ন। পাশাপাশি তিনি নিজেও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের আগে সুস্থ হতে পারবেন কিনা সেটাও এখনই বলা সম্ভব নয়।

বিরাট ধাক্কা খেল ভারত 
বিসিসিআই যদিও এখনও কোনও সরকারি বিবৃতি দিয়ে এ ব্যাপারে কিছুই জানায়নি। ফলে তাঁর চোট সারতে কতদিন লাগতে পারে, বা তিনি আদৌ বিশ্বকাপ খেলতে পারবেন কিনা সেটা বলা যাচ্ছে না। টি ২০ বিশ্বকাপের আগে এটা যে বিরাট ধাক্কা তা বলাই যায়। কারণ এই বাঁহাতি ব্যাটসম্যান গত এক বছর ধরে টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তিনি ২০২৫ সালের এশিয়া কাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, বিশেষ করে ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement