Advertisement

Bangladesh : 'ভারত চেয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, কিন্তু পাকিস্তান বিভ্রান্ত করেছে', নিশানা BCCI-এর

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক। এমনটা চেয়েছিল BCCI। দাবি করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। জানান, বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছিল।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 8:21 PM IST
  • টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক
  • এমনটা চেয়েছিল BCCI
  • দাবি করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলুক। এমনটা চেয়েছিল BCCI। দাবি করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। জানান, বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছিল। প্রসঙ্গত, বাংলাদেশ ভারতে খেলতে আসতে না চাওয়ায় ইতিমধ্যেই স্কটল্যান্ডকে টুর্নামেন্টে জায়গা করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। এই আবহে রাজীব শুক্লার এই মন্তব্য খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

রাজীব শুক্লা সংবাদ সংস্থা ANI-কে বলেন, 'আমরা চেয়েছিলাম বাংলাদেশ খেলুক। সেজন্য তাদের আশ্বাস দিয়ে জানিয়েছিলাম, সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। কোনও সমস্যা হবে না। কিন্তু তারা ভারতে না আসার সিদ্ধান্ত নিয়েছে। তাদের সরকারের তরফে দাবি করা হয়েছে, দল পাঠাতে পারবে না। কেবল শ্রীলঙ্কায় খেলবে। শেষ মুহূর্তে পুরো সময়সূচী পরিবর্তন করা খুবই কঠিন। কিন্তু আইসিসি স্কটল্যান্ডকে নিয়ে আসে। বাংলাদেশের পুরো বিষয়টা বিবেচনা করা উচিত ছিল। আমরা চেয়েছিলাম ওদের দল খেলুক।'

পুরো বিষয়টি নিয়ে পাকিস্তানের ভূমিকার সমালোচনা করেছেন রাজীব শুক্লা। তাঁর অভিযোগ, পাকিস্তান বাংলাদেশকে বিভ্রান্ত করেছে। অন্যায়ভাবে তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দিয়েছেন। যদিও আইসিসি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের পদক্ষেপের ফলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

রাজীব শুক্লা সাফ জানান,'পাকিস্তান অপ্রয়োজনীয়ভাবে এর সঙ্গে জড়িয়ে পড়েছে। বাংলাদেশকে উস্কে দেওয়ার পেছনে পাকিস্তানের প্রধান ভূমিকা রয়েছে। পাকিস্তানের এটা করা উচিত হয়নি। গোটা বিশ্ব জানে পাকিস্তান বাংলাদেশিদের উপর কী অত্যাচার করেছে। বাংলাদেশিরাও তা নিয়ে ওয়াকিবহাল। এখন,মেকি সহানুভূতি দেখিয়ে বাংলাদেশকে ভুল পথে পরিচালনা করছে পাকিস্তান।'
 

Read more!
Advertisement
Advertisement