কিছু দিন ধরেই জল্পনা চলছিল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেও ফের তা প্রত্যাহার করেন। অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করে দিলেন তামিম ইকবাল। পিঠের চোট এখনও ঠিক না হওয়ায় তিনি সরে দাঁড়িয়েছেন আসন্ন এশিয়া কাপ থেকেও। আশা করা হচ্ছে, আগামী এক দিনের বিশ্বকাপে তামিম খেলতে পারবেন।
তামিমের কথায়, 'আমি বিসিবি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, বাংলাদেশের একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। আমি সব কিছু বিস্তারিত জানিয়েছি। চোট আঘাত একটা ইস্যু। আমি আগে দলের স্বার্থ ভেবেছি। দলের ভালর জন্য আমার মনে হয়েছে, অধিনায়কত্ব থেকে সরে যাওয়া উচিত। আমি একজন প্লেয়ার হিসেবে খেলবো। যেরকম ভাবে সুযোগ পাবো, নিজের সেরাটা দেবো।'
তামিম আরও জানান, একদিনের দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও জানিয়েছেন। গত জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম। তারপরেই শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন তামিম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েছিলেন তামিম। আফগানিস্তানের বিরুদ্ধে ৩টি একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ১৭ রানে হেরেছিল বাংলাদেশ।
তামিমের আশা, বিশ্বকাপের আগে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজে খেলতে পারবেন। ২১ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ-নিউ জিল্যান্ডের তিনটি ম্যাচ হবে। অগাস্টের শেষ থেকে তামিম প্র্যাক্টিস শুরু করতে পারেন।
তামিমের অনুপস্থিতিতে বাংলাদেশকে এক দিনের ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছিলেন সহ-অধিনায়ক লিটন দাস। লিটনই কি এশিয়া কাপ এবং বিশ্বকাপে নেতৃত্ব দেবেন? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের বোর্ড সভাপতি বলেন, 'নতুন অধিনায়ক কে হবে, তা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তামিম শুধু চোটের জন্য খেলতে না পারলে লিটন নেতৃত্ব দিত সহ-অধিনায়ক হিসাবে। কিন্তু এখন আমাদের এক দিনের দলের স্থায়ী অধিনায়ক বেছে নিতে হবে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।'