Advertisement

IPL Player Trade: ২০২৬ IPL-এ জাদেজা, সঞ্জুর জার্সি বদল, কত টাকায় হল ডিল? জানুন

২০২৬ সালের IPL এর আগে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে হয়ে গেল এক বড় চুক্তি। এই চুক্তির ফলে সিএসকে স্টার রবীন্দ্র জাদেজা ট্রান্সফার হয়ে গেলেন রাজস্থানে। ১৪ কোটি টাকার বিনিময়ে জাদেজা খেলবেন রাজস্থানে। অপরদিকে খালি হাতে ফেরেনি সিএসকে-ও। তারা ১৮ কোটি টাকার বিনিময়ে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে নিয়ে নিল। আর এই চুক্তি দু'টি দলের মধ্যে অনেক দিন ধরে চলছিল বলেই খবর। অবশেষে হয়ে গেল ডিল।

সঞ্জু-জাদেজার দল বদলসঞ্জু-জাদেজার দল বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 10:57 AM IST
  • ২০২৬ সালের IPL এর আগে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে হয়ে গেল এক বড় চুক্তি
  • এই চুক্তির ফলে সিএসকে স্টার রবীন্দ্র জাদেজা ট্রান্সফার হয়ে গেলেন রাজস্থানে
  • অপরদিকে খালি হাতে ফেরেনি সিএসকে-ও

২০২৬ সালের IPL এর আগে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে হয়ে গেল এক বড় চুক্তি। এই চুক্তির ফলে সিএসকে স্টার রবীন্দ্র জাদেজা ট্রান্সফার হয়ে গেলেন রাজস্থানে। ১৪ কোটি টাকার বিনিময়ে জাদেজা খেলবেন রাজস্থানে। অপরদিকে খালি হাতে ফেরেনি সিএসকে-ও। তারা ১৮ কোটি টাকার বিনিময়ে রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনকে দলে নিয়ে নিল। আর এই চুক্তি দু'টি দলের মধ্যে অনেক দিন ধরে চলছিল বলেই খবর। অবশেষে হয়ে গেল ডিল।

২০২৬ আইপিএল-এর জন্য টিমে প্লেয়ারদের রিটেন করার (ধরে রাখার) আজই হল শেষ দিন। আর তার আগেই নিজেদের ডিল পাকা করে ফেলেছে রাজস্থান এবং সিএসকে। তারা একে অপরের মধ্যে প্লেয়ার দেওয়া-নেওয়ার কাজ সেরে ফেলেছে।

এ বারের প্লেয়ার রিটেনশন ট্রেড উইন্ডোতে জাদেজা থেকে শুরু করে সঞ্জু, স্যাম কুরন, মহম্মদ শামি, ময়ঙ্ক মারকান্ডে, অর্জুন তেন্ডুলকার, নীতীশ রানার মতো প্লেয়ারের দল বদল হয়। তাই আর দেরি না করে জেনে নিন ঠিক কোন দলে গেলেন কোন প্লেয়ার। পাশাপাশি তারা কত টাকার বিনিময়ে খেলেবেন, সেই তথ্যও জানান হল।

রবীন্দ্র জাদেজা

ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য অল রাউন্ডার দীর্ঘদিন ধরে খেলে আসছেন চেন্নাইতে। আর সেই তিনিই এ বার জার্সি বদল করে ফেললেন। সিএসকে ছেড়ে এখন তিনি রাজস্থানের হয়ে খেলেবেন। ১৪ কোটির বিনিময়ে মাঠে নামবেন তিনি।

সঞ্জু স্যামসন

এই ব্যাটার শেষ আইপিএল-এ রাজস্থানের অধিনায়কের দায়িত্ব সামলেছেন। তবে এ বার হচ্ছে জার্সি বদল। ২০২৬ সালে তিনি ১৮ কোটি টাকার বিনিময়ে সিএসকে-এর হয়ে খেলবেন।

স্যাম কুরান

অলরাউন্ডার স্যাম কুরান সিএসকে থেকে রাজস্থান রয়্যালসে যোগ দিলেন। তিনি ২.৪ কোটি টাকার বিনিময়ে খেলবেন।

মহম্মদ শামি

ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ফাস্টবোলার এখন খেলবেন লখনউ (LSG)-এর হয়ে। তিনি হায়দরাবাদ থেকে বিদায় নিলেন। ১০ কোটি টাকার বিনিময়ে তিনি খেলবেন।

ময়ঙ্ক মারকান্ডে

Advertisement

এই লেগ স্পিনার কেকআর থেকে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরছেন। তিনি ৩০ লক্ষ টাকার বিনিময়ে খেলবেন এই আইপিএল-এ।

অর্জুন তেন্ডুলকার

সচিন পুত্র অর্জুন খেলবেন LSG-এর হয়ে। তাঁকে ছেড়ে দিচ্ছে মুম্বই। তিনি ৩০ লক্ষ টাকার বিনিময়ে এলএসজি-তে খেলবেন।

নীতীশ রানা

RR থেকে DC-তে যাচ্ছেন নীতীশ রানা। তিনি ৪.২ কোটি টাকার বিনিময়ে খেলবেন নতুন দলে।

এখন দেখার আর কোনও নাম এই তালিকায় যোগ হয় কি না। 

Read more!
Advertisement
Advertisement