Advertisement

Mohammed Shami: চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামিকে দেখা যাবে? ভারতের ব্যাটিং কোচ বললেন...

ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর এই সিরিজে প্রথম ম্যাচে আট ওভার বলও করেছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি প্রস্তুত তারকা পেসার? চোটের জন্য অনিশ্চিত জসপ্রীত বুমরা। তবে শামি কি ফিট? খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? সেই প্রশ্নের উত্তরই দিলেন  ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। রোহিত শর্মার ফিটনেস নিয়েও মুখ খুলেছেন তিনি।

Aajtak Bangla
  • কটক,
  • 09 Feb 2025,
  • अपडेटेड 12:47 PM IST

ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে জায়গা পেয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর এই সিরিজে প্রথম ম্যাচে আট ওভার বলও করেছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কি প্রস্তুত তারকা পেসার? চোটের জন্য অনিশ্চিত জসপ্রীত বুমরা। তবে শামি কি ফিট? খেলতে পারবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? সেই প্রশ্নের উত্তরই দিলেন  ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। রোহিত শর্মার ফিটনেস নিয়েও মুখ খুলেছেন তিনি।

শামির ফিটনেস আপডেট
শামিকে নিয়ে সীতাংশু বলেন, 'শামি ১৪ মাস পরে আবার জাতীয় দলে ফিরেছে। তবে এখন ও পুরো সুস্থ। ছন্দে বল করছে। সেই আগের শামিকে আমরা দেখতে পাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ও পুরো তৈরি।' জসপ্রীত বুমরাহের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে সংশয় রয়েছে। তিনি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন তা হলে শামিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। কারণ, ভারতের অপর দুই পেসার হর্ষিত রানা ও অর্শদীপ সিং অনেকটাই তরুণ। তাই শামির উপর অনেক কিছু নির্ভর করছে। সেই কারণেই সম্পূর্ণ সুস্থ শামিকে চাইছে ভারত। সেই পথেই এগোচ্ছেন ভারতীয় পেসার।

রোহিতকে নিয়ে চিন্তায় নেই টিম ইন্ডিয়া
ভারতীয় ম্যানেজমেন্ট রোহিতকে নিয়ে চিন্তিত নয়। সীতাংশুর কথায় সেই ইঙ্গিত প্রায় স্পষ্ট। তিনি বলেন, 'আমার মতে, রোহিতকে নিয়ে চিন্তার কিছু নেই। এই সিরিজের আগে শেষ তিনটে এক দিনের ম্যাচে ও ৫৬, ৬৪ ও ৩৫ রান করেছে। তার মানে ওর গড় ভাল। আর আমরা এমন এক জনের কথা বলছি যার এক দিনের ক্রিকেটে ৩১টা শতরান রয়েছে।'

ভারতের ব্যাটিং কোচ মনে করেন, সকলেরই খারাপ সময় আসে। সেটা পেরিয়েও যায়। অত চিন্তা করার কিছু নেই। ভারতের ব্যাটিং কোচ বলেন, 'সব ব্যাটারেরই খারাপ সময় আসে। রোহিতেরও এসেছে। এতে চিন্তার কিছু দেখছি না। খুব তাড়াতাড়ি ও রানে ফিরবে। এই বিশ্বাস আমাদের আছে।'
  

Advertisement
Read more!
Advertisement
Advertisement