ক্যাচ ফসকে যাওয়ায় হ্যাটট্রিক হয়নি অক্ষর প্যাটেলের। স্লিপে দাঁড়িয়ে সিটার মিস করায় হাত জোড় করে ক্ষমাও চেয়ে নেন ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma)। তবে শুধু ক্ষমাতে যে চিড়ে ভিজবে না তা বুঝতে সময় নেননি ভারত অধিনায়ক। সেই কারণেই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সবার সামনে অক্ষর প্যাটেলকে (Axar Patel) ডিনারে নিয়ে যাওয়ার কথাও জানিয়ে দিলেন রোহিত।
এর আগেও এমন কাজ করেছেন রোহিত
সিডনি টেস্টের সময়, নিজে রান না পাওয়ায় অধিনায়ক হয়েও জায়গা ছেড়ে দেন। ম্যাচ না খেলায় অনেকেই অনেক ধরণের মন্তব্য করেছিলেন। ভারত সেই ম্যাচটাও জিততে পারেনি ঠিকই, কিন্তু ভারতের ক্রিকেটের ইতিহাসে এমন বলিদান যে বিরল তা সকলেই স্বীকার করেছিলেন। আর এবার একজন ক্যাপ্টেনকে ক্যাচ ফেলার জন্য দুই হাত জোড় করে ক্ষমা চাইতেও দেখা গেল। শেষ কবে ভারতের কোনও ক্যাপ্টেনকে এমনটা করতে দেখা গিয়েছে মনে করতে পারছেন না প্রায় কেউই।
'সহজ ক্যাচ ছিল...'
রোহিত স্বীকার করেন ক্যাচটি সহজ ছিল। ম্যাচ শেষে তিনি বলেন, 'সহজ ক্যাচ ছিল। আমার ক্যাচটা ধরা উচিত ছিল। তবে আমি এটাও জানি যে ম্যাচের মধ্যে কখনও কখনও এমন হয়ে যায়। আমি নিশ্চয়ই অক্ষরকে খাওয়াতে নিয়ে যাব।' বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নবম ওভারে বল করতে এসেছিলেন অক্ষর। সেই ওভারেই দ্বিতীয় এবং তৃতীয় বলে তিনি তানজিদ হাসান এবং মুশফিকুর রহিমকে আউট করেন। দু’টি ক্ষেত্রেই ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় উইকেটরক্ষক কেএল রাহুলের হাতে।
কীভাবে ক্যাচ মিস করলেন রোহিত?
পরের বলেই হ্যাটট্রিকের সুযোগ ছিল অক্ষরের কাছে। কিন্তু চতুর্থ বলে ব্যাটার জাকের আলির ব্যাটে খোঁচা লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো রোহিতের কাছে। সহজতম সুযোগ ছিল সেটি। বল সোজা রোহিতের হাতে আসছিল। কিন্তু রোহিত ক্যাচ ধরতে পারেননি। তাঁর হাত থেকে পড়ে যায় বল। রোহিত সঙ্গে সঙ্গে বুঝতে পারেন কত বড় ভুল করে ফেলেছেন। মাটিতে চাপড় মারতে থাকেন তিনি হতাশায়। পরে উঠে দাঁড়িয়ে অক্ষরের কাছে হাত জোড় করে ক্ষমা চান। শূন্য রানে প্রাণ ফিরে পাওয়া জাকের ৬৮ রান করেন।