Advertisement

Harsit Rana : 'খেলায় ঢিলা দিলে চলবে না', অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পাওয়া KKR খেলোয়াড়কে বিরাট টিপস গম্ভীরের

টিম ইন্ডিয়ায় ডাক পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি হর্ষিত। দলে জায়গা পাওয়ার পর কোচ গম্ভীরের কাছ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছেন তিনি। আজতক-কে দেওয়া সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া ও গম্ভীরের মেসেজ দেওয়া নিয়ে নিয়ে কথা বলেন তিনি। 

Harsit Rana Harsit Rana
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 29 Oct 2024,
  • अपडेटेड 7:59 PM IST
  • টিম ইন্ডিয়ায় ডাক পেয়ে খুশি হর্ষিত রানা
  • তাঁকে স্পেশাল টিপস দিলেন কোচ গৌতম গম্ভীর

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুইটি টেস্ট ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। রোহিত-বিরাটদের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃতীয় টেস্ট ম্যাচে হর্ষিত রানার ডেবিউ হতে পারে। রঞ্জিতে ভালো খেলেছিলেন তিনি। সেজন্য পরবর্তী অস্ট্রেলিয়া সিরিজেও ডাক পেয়েছেন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হতে পারে হর্ষিতের। 

টিম ইন্ডিয়ায় ডাক পেয়ে স্বাভাবিকভাবেই খুব খুশি হর্ষিত। দলে জায়গা পাওয়ার পর কোচ গম্ভীরের কাছ থেকে গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছেন তিনি। আজতক-কে দেওয়া সাক্ষাৎকারে টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া ও গম্ভীরের মেসেজ দেওয়া নিয়ে নিয়ে কথা বলেন তিনি। 

সেই সাক্ষাৎকারে হর্ষিত স্পষ্ট করে দিয়েছেন, তাঁর সঙ্গে গম্ভীরের যোগাযোগ রয়েছে। নিয়মিত তাঁদের মধ্যে কথাবার্তা হয়। তিনি প্রয়োজনীয় টিপসও পান টিম ইন্ডিয়ার কোচের কাছ থেকে। দলের জায়গা পাওয়ার পর তাঁকে গম্ভীর ঠিক কী বলেছিলেন তা খোলসা করেন হর্ষিত। তিনি বলেন, 'কোচ গম্ভীর আমাকে একটা কথায় বলেছেন আর তা হল কখনও ঢিলা যেন না দিই। এই ছোট্ট কথাটার তাৎপর্য রয়েছে আমার কাছে। আমি খুশি যে সিলেক্টররা আমাকে ডেকেছে।' 

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরে ডাক পাওয়া নিয়ে হর্ষিত বলেন, 'টিম ইন্ডিয়ায় সিলেক্ট হওয়া সব সময় বড় সম্মানের। যদি জায়গা পাই তাহলে তা আমার কাছে স্বপ্ন পূরণের মতো। আমি খুশি।' 

সম্প্রতি রঞ্জি ট্রফিতে নজর কাড়েন হর্ষিত। দিল্লির হয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স করেন তিনি। বোলিংয়ে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৮ নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরানও করেন। প্রসঙ্গত, ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ান হওয়ার পিছনে রানার বড় অবদান ছিল। তিনি দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়াতে খেলার অন্যতম দাবিদার ছিলেন। 


Read more!
Advertisement
Advertisement