Advertisement

Team India Gautam Gambhir: 'অজুহাত দেখানো বন্ধ করো...' T20 বিশ্বকাপের আগে যুদ্ধের মেজাজে গম্ভীর

অস্ট্রেলিয়া সফরে গিয়ে টি২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। তবুও টি২০ বিশ্বকাপের আগে দলকে একেবারেই রিল্যাক্সড মোডে যেতে দিতে নারাজ কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। সেই সিরিজের আগে বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রায় যুদ্ধং দেহি মেজাজে দেখা গিয়েছে ভারতীয় দলের হেড কোচকে।

গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবগৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2025,
  • अपडेटेड 1:33 PM IST

অস্ট্রেলিয়া সফরে গিয়ে টি২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। তবুও টি২০ বিশ্বকাপের আগে দলকে একেবারেই রিল্যাক্সড মোডে যেতে দিতে নারাজ কোচ গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়া সফরের পর ঘরের মাঠে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ খেলবে। সেই সিরিজের আগে বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রায় যুদ্ধং দেহি মেজাজে দেখা গিয়েছে ভারতীয় দলের হেড কোচকে।

গম্ভীর কোনওভাবেই হারতে চান না। আর সে কারণে ভারতীয় দলের হেডকোচ স্পষ্টভাবে বলেন, 'একটি দেশ এবং ব্যক্তি হিসেবে আমাদের কখনই পরাজয় উদযাপন করা উচিত নয়।' তার বক্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, কারণ এটাই গম্ভীরকে অন্য সকলের থেকে আলাদা করে। 

আসল পরীক্ষা
গম্ভীর তাঁর খেলোয়াড়দের উন্নয়ন এবং নেতৃত্বের দর্শন সম্পর্কেও কথা বলেছেন। তিনি বলেন, খেলোয়াড়দের চাপের মধ্যে রাখলে তারা আরও শক্তিশালী হয়। শুভমান গিলকে টেস্ট অধিনায়ক হিসেবে নিয়োগ করাও তাঁর এই দর্শনেরই অংশ ছিল। তাঁর নীতি খুব পরিস্কার। একজন খেলোয়াড়কে গভীর সমুদ্রে ফেলে দাও। সেটাই তাঁর আসল পরীক্ষা।

স্বচ্ছ এবং সৎ ড্রেসিং রুম
গম্ভীরের দাবি করেন যে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে এখন খোলামেলা এবং স্বচ্ছতার সংস্কৃতি রয়েছে। তিনি বলেন, 'এটা একটা অত্যন্ত সৎ ড্রেসিংরুম। এখানে কেউ কিছু লুকায় না সবকিছু খোলাখুলিভাবে বলা হয়।'

ফিটনেস এবং প্রস্তুতির উপর মনোযোগ 
গম্ভীর স্বীকার করেছেন যে এখনও দলটা তিনি যে জায়গায় চান সে জায়গায় যেতে পারেননি। তবে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে আগামী তিন মাসের মধ্যে দলটি আদর্শ জায়গায় পৌঁছে যাবে। গম্ভীর বলেন, 'টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের হাতে সময় আছে। ফিটনেস এবং মনোযোগ আমাদের সেই স্তরে নিয়ে যাবে যেখানে আমরা থাকতে চাই।'

স্পষ্ট লক্ষ্য হল জয়
গৌতম গম্ভীরের বার্তাটি আবারও স্পষ্ট করে যে ভারতীয় ক্রিকেট এখন আর 'সুযোগ' পাওয়ার ব্যাপার নয়, বরং অর্জনের। তার কোচিং দর্শন স্পষ্ট: শৃঙ্খলা, সততা এবং জয়ের ক্ষুধা টিম ইন্ডিয়াকে ২০২৬ বিশ্বকাপে নিয়ে যাবে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement