Advertisement

Team India For T20 World Cup: T20 বিশ্বকাপের দল থেকে কেন বাদ গিল? বলে দিলেন গম্ভীর

টি২০ বিশ্বকাপের দল থেকে শুভমন গিলকে বাদ দেওয়া নিয়ে ঝড় উঠেছে সমস্ত মাধ্যমে। আর এ ব্যাপারে এবার প্রশ্নের মুখে কোচ গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জেতার পর দিল্লি এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন টিম ইন্ডিয়ার কোচ। তবে তিনি কিছু বলতে চাননি। শনিবার মুম্বইতে দল নির্বাচন সভায় ছিলেন না গম্ভীর।

গৌতম গম্ভীর ও শুভমন গিলগৌতম গম্ভীর ও শুভমন গিল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 1:32 PM IST

টি২০ বিশ্বকাপের দল থেকে শুভমন গিলকে বাদ দেওয়া নিয়ে ঝড় উঠেছে সমস্ত মাধ্যমে। আর এ ব্যাপারে এবার প্রশ্নের মুখে কোচ গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজ জেতার পর দিল্লি এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন টিম ইন্ডিয়ার কোচ। তবে তিনি কিছু বলতে চাননি। শনিবার মুম্বইতে দল নির্বাচন সভায় ছিলেন না গম্ভীর। 

সূর্যকুমার যাদব ও অজিত আগারকর যদিও মুম্বইতে অনুষ্ঠিত দল নির্বাচনের সভার পর এ ব্যাপারে মুখ খুলেছেন। বিসিসিআই-এর প্রধান নির্বাচক বলেছেন যে গিলের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ না থাকলেও, শেষ পর্যন্ত তারা দলের কম্বিনেশনকেই অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আগারকার বলেন, 'শুভমনের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। সে হয়তো সম্প্রতি ততটা রান করেনি, কিন্তু এতে তার প্রতি আমাদের মূল্যায়ন বিন্দুমাত্র বদলায়নি। গত বিশ্বকাপে যখন আমরা ভিন্ন কম্বিনেশন বেছে নিয়েছিলাম, তখন দলে সুযোগ না পাওয়াটা তার জন্য দুর্ভাগ্যজনক ছিল।' সূর্যকুমারও একই কথা বলেছেন এবং জানিয়েছেন যে বিষয়টি কখনোই গিলের সাম্প্রতিক ফর্ম নিয়ে ছিল না।

ক্যাপ্টেন সূর্যকুমার বলেন, 'এটা তার ফর্ম নিয়ে নয়। এটা শুধু কম্বিনেশনের ব্যাপার। আমরা টপ অর্ডারে একজন উইকেটরক্ষক চেয়েছিলাম। এটা তার ফর্মের বিষয় নয়। তার সামর্থ্য নিয়ে কোনো আলোচনা নেই। সে একজন অসাধারণ খেলোয়াড়।' 

এই বছর খেলা ১৫টি টি-টোয়েন্টিতে শুভমান গিল তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি, তিনি ২৪.২৫ গড় এবং ১৩৭-এর সামান্য বেশি স্ট্রাইক-রেটে ২৯১ রান করেছেন। একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে আহমেদাবাদ টি-টোয়েন্টির আগেই দল থেকে গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার দারুণ জয় পেয়েছে। তাও আবার ৩-১ ব্যবধানে। ঘরের মাঠেই হবে এবারের বিশ্বকাপ। ফলে আরেকবার বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া। 
কারা সুযোগ পেলেন ১৫ জনের দলে?

সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর প্যাটেল (ভাইস ক্যাপ্টেন), রিঙ্কু সিং, জাসপ্রীত বুমরা, হর্ষিত রানা, বীরদেব, বীরদেব চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিষাণ (উইকেট কিপার)

Advertisement
Read more!
Advertisement
Advertisement