Advertisement

Team India Gautam Gambhir: গম্ভীরকে নিয়ে সিদ্ধান্ত নিল BCCI, কোচ থাকছেন?

প্রথমে ইডেনে হার, তারপর গুয়াহাটিতে ৪০৮ রানে পরাজয়। নিউজিল্যান্ডের পর ফের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। এরপর স্বাভাবিক ভাবেই, কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিসিআই-এর উপরেই সিদ্ধান্ত নেওয়ার ভার দিয়েছিলেন গম্ভীর। এবার তাঁর ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিসিআই।

গৌতম গম্ভীরগৌতম গম্ভীর
Aajtak Bangla
  • গুয়াহাটি,
  • 27 Nov 2025,
  • अपडेटेड 12:53 PM IST

প্রথমে ইডেনে হার, তারপর গুয়াহাটিতে ৪০৮ রানে পরাজয়। নিউজিল্যান্ডের পর ফের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। এরপর স্বাভাবিক ভাবেই, কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার পরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিসিআই-এর উপরেই সিদ্ধান্ত নেওয়ার ভার দিয়েছিলেন গম্ভীর। এবার তাঁর ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল বিসিসিআই।

গৌতম গম্ভীরের টেস্ট ক্রিকেটে খারাপ পারফর্ম্যান্স সত্ত্বেও, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁর পাশেই রয়েছে। গম্ভীরকে কোচ পদ থেকে অপসারণের কোনও ইচ্ছা বিসিসিআইয়ের নেই। গম্ভীরের অধীনে ভারতীয় দল দ্বিতীয়বার ঘরোয়া ক্রিকেটে হোয়াইটওয়াশের শিকার হয়, তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে তারা কোচের বিরুদ্ধে কোনও তাড়াহুড়ো করে পদক্ষেপ নেবে না, ইংরেজি সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বোর্ডের এক কর্তা। 

গম্ভীর বুধবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, তাঁর কীর্তির কথাও। সেখানে ইংল্যান্ডের মাটিতে বেন স্টোকসদের বিরুদ্ধে টেস্ট ড্র থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার কীর্তির কথাও ছিল। আর সেই কথাই মনে করিয়ে দিলেন বিসিসিআই-এর এই কর্তা। 

তিনি বলেন, 'বিসিসিআই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবে না। দলটা এখন ট্রাঞ্জিশনের মধ্য দিয়ে যাচ্ছে। কোচ গৌতম গম্ভীরের কথা বলতে গেলে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আসন্ন। তাই এখন আমরা তাঁর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেব না। তাঁর সঙ্গে চুক্তি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। আর সেটাই থাকবে। বিসিসিআই নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করবে, তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্টে পরাজয়ের পর গৌতম গম্ভীর তার ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলেন, 'এটা বিসিসিআই-এর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। যখন আমি প্রধান কোচ হয়েছিলাম, তখন আমার প্রথম সংবাদিক সম্মেলনে আমিও একই কথা বলেছিলাম। ভারতীয় ক্রিকেট গুরুত্বপূর্ণ, আমি নই। আমিই সেই ব্যক্তি যে ইংল্যান্ডে ফলাফল এনে দিয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ জিতেছি। এটি এমন একটি দল যারা এখনও শিখছে।'

Advertisement

ভারতীয় দল গুয়াহাটি টেস্টে ৪০৮ রানে হেরে যায়, যা তাদের ঘরের মাঠে সবচেয়ে বড় ব্যবধানে হারের রেকর্ড। তৃতীয়বার ভারত কোনও হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল।

ভারতীয় দলের ক্লিন সুইপ (হোম টেস্ট সিরিজ)
০-২ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০০০
০-৩ বনাম নিউজিল্যান্ড, ২০২৪
০-২ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৫

ভারতের সবচেয়ে বড় টেস্ট পরাজয় (রানের ব্যবধানে)
৪০৮ রান বনাম দক্ষিণ আফ্রিকা, গুয়াহাটি, ২০২৫
৩৪২ রান বনাম অস্ট্রেলিয়া, নাগপুর, ২০০৪
৩৪১ রান বনাম পাকিস্তান, করাচি, ২০০৬
৩৩৭ রান বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন, ২০০৭
৩৩৩ রান বনাম অস্ট্রেলিয়া, পুনে, ২০১৭
৩২৯ রান বনাম দক্ষিণ আফ্রিকা, কলকাতা, ১৯৯৬ 

Read more!
Advertisement
Advertisement