Advertisement

Team India New Sponsor: Apollo Tyres টিম ইন্ডিয়ার নয়া জার্সি স্পনসর, Dream11 এর থেকেও অনেক বেশি টাকা

Team India New Jersey Sponsor: ভারতীয় ক্রিকেট টিমের নতুন জার্সি স্পনসর হল অ্যাপোলো টায়ার্স(Apollo Tyres)। Dream11 এর বদলে এবার জার্সিতে Apollo Tyres এর লোগো থাকবে। মঙ্গলবার এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা করল বিসিসিআই(BCCI)।

টিম ইন্ডিয়ার নতুন জার্সি স্পনসর অ্যাপোলো টায়ার্স।টিম ইন্ডিয়ার নতুন জার্সি স্পনসর অ্যাপোলো টায়ার্স।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2025,
  • अपडेटेड 4:08 PM IST
  • ভারতীয় ক্রিকেট টিমের নতুন জার্সি স্পনসর হল অ্যাপোলো টায়ার্স।
  • Dream11 এর বদলে এবার জার্সিতে Apollo Tyres এর লোগো থাকবে। 
  •  মঙ্গলবার এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা করল BCCI। 

Team India New Jersey Sponsor: ভারতীয় ক্রিকেট টিমের নতুন জার্সি স্পনসর হল অ্যাপোলো টায়ার্স(Apollo Tyres)। Dream11 এর বদলে এবার জার্সিতে Apollo Tyres এর লোগো থাকবে। মঙ্গলবার এই বিষয়ে অফিসিয়াল ঘোষণা করল বিসিসিআই(BCCI)। আগামী ২০২৭ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর থাকবে টায়ার নির্মাতা সংস্থা।

Dream11 কেন বাদ পড়ল?
দেশে একাধিক বেটিং অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আসল টাকা দিয়ে অনলাইন গেম খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তার পরেই Dream11 এর সঙ্গে বোর্ডের চুক্তি বাতিল হয়ে যায়। দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার জার্সি স্পনসর ছিল এই অনলাইন বেটিং প্ল্যাটফর্ম। 

বর্তমানে, এশিয়া কাপে ইন্ডিয়ার ছেলেদের টিমের কোনও জার্সি স্পনসর নেই। মেয়েদের টিমও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে কোনও স্পনসর ছাড়াই খেলছে।

কত টাকার চুক্তি?
জানা গিয়েছে, নতুন টেন্ডারে Apollo Tyres ম্যাচ প্রতি ৪.৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে Dream11 ম্যাচ পিছু ৪ কোটি টাকা করে দিত। অর্থাৎ এই নয়া চুক্তিতে আখেরে আয় বাড়ল বোর্ডের।

আরও পড়ুন

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নতুন জার্সি স্পনসরের জন্য় টেন্ডার বের করেছিল বিসিসিআই। তবে গেমিং, বেটিং, ক্রিপ্টো এবং তামাক কোম্পানি এই বিডিংয়ে অংশ নিতে পারবে না বলে শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল।

ইন্ডাস্ট্রি বিশেষজ্ঞরা কী বলছেন?
বিজ্ঞাপন জগতের বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে দু’পক্ষেরই লাভ। টাকার অঙ্কটা বড় হলেও, টিম ইন্ডিয়ার জার্সিতে থাকার থেকে বড় ব্র্যান্ডিং কিছু হয় না। ফলে আগামিদিনে Apollo Tyres আন্তর্জাতিক মঞ্চে প্রচারের সুযোগ পাবে। অন্যদিক টিম ইন্ডিয়াও আগের তুলনায় ম্যাচ প্রতি আরও ৫০ লক্ষ টাকা বেশি স্পনসরশিপ পাবে। 

২০২৭ পর্যন্ত চুক্তি
চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার অফিসিয়াল জার্সি স্পনসর থাকবে Apollo Tyres। ফলে আসন্ন সব টুর্নামেন্টে এই ব্র্যান্ডকে সঙ্গী করেই নামবে মেন ইন ব্লু।
 

Read more!
Advertisement
Advertisement