ফিটনেস টেস্ট পাশ করলেন রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল ( Shubman Gill) জিতেশ শর্মা (Jitesh Sharma) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষা হয় সেখানে প্রত্যেকের নজর ছিল রোহিতের দিকে। এশিয়া কাপে (Asia Cup 2025) তিনি খেলছেন না। তবে আসন্ন অস্ট্রেলিয়া (India vs Australia) সফরের আগে ফিটনেস টেস্টে রোহিত সফল হন কিনা সেটাই দেখতে চেয়েছিলেন সকলে।
কেন রোহিতের দিকে নজর?
৩০ ও ৩১ আগস্ট এই ফিটনেস টেস্ট আয়োজন করা হয়। সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্রিকেটারদের ফিটনেস পরখ করার জন্য ইয়ো-ইয়ো টেস্টের পাশাপাশি ব্রঙ্কো টেস্টও চালু করা হয়েছে বলে জানা গিয়েছিল। তবে রোহিতদের ক্ষেত্রে ব্রাঙ্কো টেস্ট হয়েছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। কারণ সে ব্যাপারে এখনও কিছুই জানানো হয়নি। তবে সূত্রের খবর ইয়ো ইয়ো টেস্টে অংশ নিয়েছেন রোহিতরা। আর তাতে শুধু রোহিত নন পাশ করেছেন শুভমন গিল, জিতেশ শর্মা, জসপ্রীত বুমরারা।
অস্ট্রেলিয়া সফরে ফিরতে পারেন রোহিত
টেস্ট এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে নেওয়ার পর রোহিত শর্মাকে আপাতত টিম ইন্ডিয়ার জার্সিতে খেলতে দেখা যায়নি। আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারেন। শোনা যাচ্ছিল, রোহিত শর্মার পাশাপাশি বিরাট কোহলিকেও হয়ত ওয়ানডে ক্রিকেট থেকে ছেঁটে ফেলা হবে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে বোর্ড।
এশিয়া কাপের আগে ফিট গিলও
শুধু রোহিত নয়, শুভমন গিলের জন্যও এই ফিটনেস টেস্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ তিনি এশিয়া কাপে ভারতের ভাইস ক্যাপ্টেন। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এর আগে দলীপ ট্রফিতে তাঁর খেলার কথা থাকলেও, জ্বরের কারণে সেই ম্যাচে খেলেননি গিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর এবং শার্দূল ঠাকুর সবাই এই পরীক্ষায় পাশ করেছেন। এদের মধ্যে যশস্বী জয়সওয়াল এবং ওয়াশিংটন সুন্দরকে আসন্ন এশিয়া কাপে স্ট্যান্ডবাই ক্রিকেটারদের তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে, চলতি দলীপ ট্রফিতে ওয়েস্ট জোনকে নেতৃত্ব দিচ্ছেন শার্দূল ঠাকুর।
উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেলও এশিয়া কাপের স্ট্যান্ডবাই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন, কুঁচকির চোটের কারণে দুলীপ ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েন। অন্যদিকে রজত পাতিদার এখনও মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।