Advertisement

Sai Sudharsan Test Debut: 'পিকচার আভি বাকি হ্যায়' টেস্ট দলে ঢুকেই এ কথা কেন বললেন সাই সুদর্শন?

Sai Sudharsan Test Debut: আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর সাই সুদর্শন প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন। তিনি এই সুযোগকে 'অবাস্তব' বলে অভিহিত করে বলেন, "এটা তো শুধু শুরু, ছবিটা এখনও বাকি।" ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে তিনি অন্যতম নতুন মুখ। 

'পিকচার আভি বাকি হ্যায়' টেস্ট দলে ঢুকেই এ কথা কেন বললেন সাই সুদর্শন?'পিকচার আভি বাকি হ্যায়' টেস্ট দলে ঢুকেই এ কথা কেন বললেন সাই সুদর্শন?
Aajtak Bangla
  • মুম্বই,
  • 24 May 2025,
  • अपडेटेड 11:33 PM IST

Sai Sudharsan Test Debut: ভারতের ক্রিকেট বোর্ড (BCCI) ইংল্যান্ড সফরের জন্য ১৮ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে, যেখানে সাই সুদর্শন প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন।  তিনি এই সুযোগকে 'অবাস্তব' বলে অভিহিত করে বলেন, "এটা তো শুধু শুরু, ছবিটা এখনও বাকি।" 

২৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, যেখানে তিনি ৬৩৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন।  তাঁর এই পারফরম্যান্সের ভিত্তিতেই তিনি টেস্ট দলে সুযোগ পেয়েছেন। 

সুদর্শন বলেন, "দেশের হয়ে খেলা যে কোনো ক্রিকেটারের জন্য বড় গর্বের বিষয়। আমি যেখানে খেলতে বলা হবে, সেখানেই খেলতে প্রস্তুত।"  তিনি আরও বলেন, "আমার পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছি, তারা খুব খুশি।" 

আরও পড়ুন

এই সফরে শুভমান গিলকে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে ঋষভ পন্থ সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।  এই সিরিজটি ২০ জুন থেকে শুরু হবে এবং পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের বিভিন্ন ঐতিহাসিক ভেন্যুতে।

 

Read more!
Advertisement
Advertisement