Advertisement

Jasprit Bumrah : অস্ট্রেলিয়া সিরিজ হারলেও শীর্ষে বুমরাই, বিরাট-রোহিতরা কোথায়?

Jasprit Bumrah ICC Test Ranking : টেস্ট ক্রিকেটে এক নম্বর ব়্যাঙ্কিং ধরে রাখলেন জসপ্রীত বুমরা। বুধবারই নয়া ব়্যাঙ্কিং চার্ট প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ৯০৮ পয়েন্ট নিয়ে এই জায়গায় রয়েছেন তিনি।

Jasprit Bumrah Jasprit Bumrah
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 Jan 2025,
  • अपडेटेड 8:48 PM IST
  • টেস্ট ক্রিকেটে এক নম্বর ব়্যাঙ্কিং ধরে রাখলেন জসপ্রীত বুমরা
  • বুধবারই নয়া ব়্যাঙ্কিং চার্ট প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি
  • ৯০৮ পয়েন্ট নিয়ে এই জায়গায় রয়েছেন তিনি

টেস্ট ক্রিকেটে এক নম্বর ব়্যাঙ্কিং ধরে রাখলেন জসপ্রীত বুমরা। বুধবারই নয়া ব়্যাঙ্কিং চার্ট প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। ৯০৮ পয়েন্ট নিয়ে এই জায়গায় রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টে প্রথম ভারতীয় বোলার হিসেবে ৯০৭ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়েছিলেন বুমরা।  

যদিও সেই টেস্ট ম্যাচের সেকেন্ড ইনিংসে চোটের কারণে তিনি বল করতে পারেননি। তবে তাতে পয়েন্টের হেরফের হয়নি। এক নম্বর জায়গা তিনিই ধরে রেখেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্য়াট হাতে ফর্মে ছিলেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁরা রান পাননি। ব়্যাঙ্কিংয়ে সেই প্রভাব দেখা গেছে। তিন ধাপ নেমে কোহলি রয়েছেন ২৭ নম্বর জায়গায়। সেখানে রোহিত টেস্ট ব্যাটিং ব়্যাঙ্কিংয়ের ৪২ নম্বর স্থানে রয়েছেন। আগে ছিলেন ৪০-এ। 

তবে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা প্রথম দশে বুমরার সঙ্গে রয়েছেন। তাঁর   
ব়্যাঙ্ক ৯। একই স্থানে রয়েছেন স্কট বোলান্ড। ২৯ নম্বর জায়গা থেকে তিনি উঠে এসেছেন ওই স্থানে। 

ব়্যাঙ্কিংয়ের ভালো জায়গাতে রয়েছেন অস্ট্রেলিয়ান ফার্স্ট বোলার তথা অধিনায়ক প্যাট কামিন্স। সিডনি টেস্টে পাঁচ উইকেট নেওয়ার পর তাঁর 
ব়্যাঙ্কিংয়ের উন্নতি হয়েছে। তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকান বোলার কাগিসো রাবাডা। 

ব্যাটিং ব়্যাঙ্কিংয়ের দিক থেকে ইন্ডিয়ান খেলোয়াড়দের মধ্যে প্রথম দশে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও ঋষভ পন্ত। আগের থেকে তিন ধাপ উপরে উঠে এসেছেন তিনি। ঋষভ এখন রয়েছেন ৯ নম্বর স্থানে। সেখানে যশস্বী চার নম্বর স্থানে। 
 

Read more!
Advertisement
Advertisement