ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ বল করে তাক লাগিয়ে দিয়েছেন পেসার মহম্মদ সিরাজ। এই টেস্ট খেলা চলাকালীন একাধিক খেলোয়াড় চোট পেলেও সিরাজ ৫ টা টেস্টেই খেলেছেন ও সমান গতিতে বল করেছেন। ফলে তাঁর ফিটনেশের প্রশংসা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। কিন্তু তাঁর এই ফিটনেসের রহস্য কী? তা ফাঁস করলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। তিনিও সিরাজের মতো তিনিও হায়দরাবাদের।
আজহারউদ্দিনের মতে, নাল্লি গোস্ত বিরিয়ানি ও পায়া সিরাজের প্রিয় খাবার। আর তা খেয়েই তিনি শরীরে শক্তি পান, নিজেকে ফিট রাখতে পারেন। আজহার বলেন, 'সিরাজ যে পারফরম্যান্স দিয়েছেন তা অসাধারণ। সেজন্য নাল্লি গোস্ত বিরিয়ানি ও পায়ার ভূমিকাও আছে। কারণ এই দুটো সিরাজের পছন্দের খাবার। বিশেষ করে সিরাজের পায়ের কথা উল্লেখ করতে হবে। ওঁর পা খুব শক্তিশালী। ৫ টা টেস্ট খেলার জন্য যে রকম শক্তি ও দক্ষতার প্রয়োজন, সিরাজের মধ্যে তা ছিল। দেশের জন্য নিজেকে উজার করে দিয়েছেন।'
পঞ্চম টেস্টে সিরাজের চমকপ্রদ বোলিং নিয়েও উচ্ছ্বসিত আজাহার। তাঁর মতে, জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে দলের পেসারদের দায়িত্ব যেভাবে নিজের কাঁধে উনি তুলে নিয়েছিলেন তা প্রশংসা যোগ্য। বলেন, 'ওভালে সিরাজ যেভাবে বল করেছে তা এককথায় অসাধারণ। বুমরার অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিয়েছিলেন। সামনে থেকে বোলারদের নেতৃত্ব দিয়েছেন। সেজন্যই সিরিজ ড্র হয়েছে। না হলে ইংল্যান্ডের পক্ষে সিরিজের ফল ৩-১ হতে পারত। একদম সুপারস্টারের মতো বল করেছেন।'
ওভাল ম্যাচের আম্পায়ার ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। আম্পায়াররা নিরপেক্ষ থাকেন। ম্যাচ নিয়ে তাঁরা সাধারণত মন্তব্য করেন না। কিন্তু শেষ টেস্টে সিরাজ যেভাবে উইকেট নিয়েছেন তারপর আর মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি ধর্মসেনা। তিনি বলেন, 'স্টেডিয়ামের সবচেয়ে সেরা জায়গা থেকে দুর্দান্ত বলটা দেখার সৌভাগ্য হয়েছিল আমার।'
প্রসঙ্গত, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২৩টি উইকেট নেন সিরাজ। তিনিই সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। দু বার পাঁচ উইকেটও নিয়েছিলেন। সিরাজের দক্ষতায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব।