
ক্রিকেটপ্রেমীদের জন্য বড় খবর। আইসিসি মেনস অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর সুপার সিক্স পর্বে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে দুই দলই জায়গা করে নিয়েছে এই গুরুত্বপূর্ণ রাউন্ডে। ফলে ফেব্রুয়ারির শুরুতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে যুব বিশ্বকাপে।
গ্রুপ পর্বে ভারতের দাপট
অধিনায়ক আয়ুষ মাঞ্জরের নেতৃত্বে গ্রুপ বি-তে দুর্দান্ত ছন্দে ছিল ভারতীয় দল। তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ শীর্ষে শেষ করে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে মাত্র ১০৭ রানে গুটিয়ে দিয়ে ২০ ওভারের আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। এরপর বাংলাদেশকে ২৩৮ রান তুলে ধরেও তা সফলভাবে রক্ষা করে। গ্রুপের শেষ ম্যাচে বৃষ্টিবিঘ্নিত খেলায় ডিএলএস নিয়মে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারায় ভারত। ১৩.৩ ওভারে কিউইদের ১৩৫ রানে অলআউট করে দেয় বোলাররা।
সুপার সিক্সে ভারতের সূচি
সুপার সিক্স গ্রুপ ২-তে ভারত প্রবেশ করছে ৪ পয়েন্ট নিয়ে।
প্রথম ম্যাচ: ২৭ জানুয়ারি, আয়োজক জিম্বাবোয়ের বিরুদ্ধে (বুলাওয়েও, কুইন্স স্পোর্টস ক্লাব)
দ্বিতীয় ম্যাচ: ১ ফেব্রুয়ারি, পাকিস্তানের বিরুদ্ধে। এই ম্যাচ শুরু হবে দুপুর ১টা (ভারতীয় সময়)
এই ম্যাচটিকেই কার্যত সেমিফাইনালের টিকিটের লড়াই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
পাকিস্তানের যাত্রাপথ
গ্রুপ সি-তে পাকিস্তান দ্বিতীয় স্থানে শেষ করেছে। ইংল্যান্ডের কাছে ৩৬ রানে হারের পর স্কটল্যান্ড ও জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় তুলে নেয় তারা। সুপার সিক্সে পাকিস্তানের প্রথম ম্যাচ ২৭ জানুয়ারি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে (হারারে)। তবে পয়েন্টের বিচারে ভারত ও ইংল্যান্ডের থেকে কিছুটা পিছিয়ে রয়েছে তারা।
প্রতিশোধের লড়াই
এই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আলাদা উত্তেজনার কারণ রয়েছে। গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ১৯১ রানে হেরেছিল ভারত। ফলে বিশ্বকাপের মঞ্চে সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে আয়ুষদের দল।
নিয়ম অনুযায়ী, সুপার সিক্সের প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল যাবে সেমিফাইনালে। ফলে এই ম্যাচের জয়ী দল কার্যত শেষ চারে জায়গা পাকা করে ফেলবে বলেই মনে করা হচ্ছে।
পরবর্তী সূচি
সেমিফাইনাল: ৩ ফেব্রুয়ারি (বুলাওয়েও) ও ৪ ফেব্রুয়ারি (হারারে)
ফাইনাল: ৬ ফেব্রুয়ারি, হারারে
সামনে আরও এক ভারত-পাকিস্তান যুদ্ধ
উল্লেখযোগ্যভাবে, যুব বিশ্বকাপের এই লড়াইয়ের পরই সিনিয়র পর্যায়ে আরও এক হাই-ভোল্টেজ ম্যাচ অপেক্ষা করছে। ১৫ ফেব্রুয়ারি, শ্রীলঙ্কার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।