Advertisement

IPL Knight Riders match: রামনবমীতে ইডেনে KKR-এর ম্যাচ আদৌ হবে? নিরাপত্তা ইস্যুতে BCCI-র দ্বারস্থ CAB

৬ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) আইপিএল ২০২৫ ম্যাচ হওয়ার কথা। কিন্তু ওই দিনই রামনবমী থাকায় ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রামনবমী উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে মিছিল ও ধর্মীয় অনুষ্ঠান হবে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 5:56 PM IST
  • ৬ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) আইপিএল ২০২৫ ম্যাচ হওয়ার কথা।
  • কিন্তু ওই দিনই রামনবমী থাকায় ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

৬ এপ্রিল ইডেনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) আইপিএল ২০২৫ ম্যাচ হওয়ার কথা। কিন্তু ওই দিনই রামনবমী থাকায় ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রামনবমী উপলক্ষে কলকাতার বিভিন্ন প্রান্তে মিছিল ও ধর্মীয় অনুষ্ঠান হবে। শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচুর পুলিশ মোতায়েন থাকবে, ফলে ইডেনে ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে।

৩. এই পরিস্থিতিতে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে ম্যাচ আয়োজন সম্ভব নয়। বোর্ডকে এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই-কে সিএবি সভাপতি বলেন, “পুলিশের তরফে জানানো হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ৬৫ হাজার দর্শকের নিরাপত্তা পুলিশ ছাড়া ম্যানেজ করা অসম্ভব।”

এর আগেও নিরাপত্তার কারণে কলকাতার একটি ম্যাচের সূচি বদলানো হয়েছিল বলে উল্লেখ করেছেন স্নেহাশিস। এবারের পরিস্থিতিও একই রকম হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সিএবি’র পক্ষ থেকে বোর্ডকে ম্যাচের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা জানানো হলেও বিসিসিআই এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি। ফলে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে।

আইপিএলের সম্প্রচারকারী সংস্থাগুলির চাপে ফাঁকা মাঠে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। কারণ এতে টিকিট বিক্রি থেকে বিপুল আর্থিক ক্ষতি হবে। পাশাপাশি, আইপিএলের আবহও নষ্ট হবে। ইডেনে অতীতে ফাঁকা মাঠে আন্তর্জাতিক ম্যাচ হয়েছে, কিন্তু আইপিএলের মতো জনপ্রিয় লিগে দর্শকশূন্য ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রামনবমী উপলক্ষে শহরজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ফলে ইডেনে ম্যাচের জন্য অতিরিক্ত বাহিনী মোতায়েন করা কঠিন হবে। এখন দেখার, বোর্ড পরিস্থিতি বিবেচনা করে ম্যাচের সূচি বদলায় নাকি ইডেনেই ম্যাচ আয়োজনের চেষ্টা চালায়। তবে নিরাপত্তা নিয়ে সিএবি যে উদ্বেগ প্রকাশ করেছে, তাতে সূচি বদলের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement