Advertisement

ICC World Cup 2023 India VS South Africa: ভারত VS দঃ আফ্রিকা ম্যাচে চমক, কোহলির জন্মদিনে ইডেনে থাকতে পারেন শাহ

ররিবার শহরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে শহরে আসতে পারেন তিনি। ইতিমধ্যেই তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে সিএবি। 

অমিত শাহ ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Oct 2023,
  • अपडेटेड 4:57 PM IST

ররিবার শহরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে শহরে আসতে পারেন তিনি। ইতিমধ্যেই তাঁর কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছে সিএবি। 

রবিবার বিরাট কোহলির জন্মদিন উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়জন করেছে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা। সেই অনুষ্ঠানেও সামিল হতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই শোনা যাচ্ছে। পরপর ছয় ম্যাচ জিতে দারুণ ছন্দে ভারতীয় ক্রিকেট দল। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। একটাও টিকিট পড়ে নেই। এর মধ্যেই অমিত শাহের আসার খব পাওয়া যাচ্ছে। ভারতীয় দলের ম্যাচ দেখতে এর আগেও ইডেনে এসেছেন অমিত শাহ। তবে সেটা ছিল টেস্ট ম্যাচ। ভারত বনাম বাংলাদেশের সেই অইতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ ইডেনে বসে দেখেছিলেন অমিত শাহ। আর এবার ফের বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে তাঁকে।

আসছেন অমিত শাহ?
সিএবি সূত্রে খবর, অমিত শাহ নাকি এই ম্যাচে উপস্থিত থাকার ব্যাপারে সম্মতিও জানিয়ে দিয়েছেন। তবে এ ব্যাপারে সিএবির পক্ষ থেকে এখনই সরকারি ভাবে কিছুই জানানো হয়নি। এই ম্যাচে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন পাঠানো হয়েছিল অভিনেতা অমিতাভ বচ্চনকেও। তবে তিনি অসুস্থতার জন্য থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।
 

বিরাটের জন্মদিন পালন
৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন, তাই ইডেনে আসা সমর্থকদের জন্য বিশেষ মুখোশ দেওয়া হবে। সেই মুখোশে থাকবে বিরাটের ছবি। প্রায় ৬৬ হাজার দর্শক বিরাটের মুখোশ পরে প্রাক্তন ভারত অধিনায়কের ৩৫ তম জন্মদিন পালন করবেন। বিশ্বকাপ তাই আইসিসির একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। ফলে যদি সম্মতি পেলে মাঠের মধ্যেই বিরাট কোহলিকে দিয়ে জন্মদিনের কেক কাটাতে পারে সিএবি। যদিও এই সব কিছুই এখনও জল্পনা। যদি একান্তই আইসিসির সম্মতি তারা না পায়, সেক্ষেত্রে জায়ান্ট স্ক্রিনে কেক কাটার মুহূর্তে দেখানো হতে পারে।   

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement