Vaibhav Suryavanshi: ক্রমাগত চমকে চলেছেন নাবালক সেনসেশন বৈভব সূর্যবংশী। যেখানেই যাচ্ছেন তাঁর ব্যাটের জাদুতে মোহিত করে দিচ্ছেন। আর ক্রমাগত ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি করছে। সেই সঙ্গে রক্তচাপ বাড়াচ্ছেন জাতীয় নির্বাচকদের।
এসিসি মেন্স এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৫-এর প্রথম ম্যাচে ইউএই-র বিরুদ্ধে দুর্দান্ত শুরু করল ভারত এ দল। গ্রুপ বি-র এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দলের অধিনায়ক যতীশ শর্মা। তাঁর সেই সিদ্ধান্ত কোনও দিক থেকেই ভুল প্রমাণিত হয়নি। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলিং আক্রমণকে চাপে ফেলে দেন বৈভব সূর্যবংশী।
ইনিংসের প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় তাঁকে। সুযোগ পেলেই বড় শটে রান তুলতে থাকেন বৈভব। মাত্র ৩২ বলে শতরান সম্পূর্ণ করেন তিনি। তাঁর এই ঝড়ো ইনিংসে ছিল ১০টি চার এবং ৯টি ছক্কা। মাঠজুড়ে তখন যেন বাউন্ডারির বৃষ্টি। এই ইনিংসের দৌলতে ভারত এ শুরু থেকেই বড় স্কোরের পথে এগোতে থাকে। বৈভবের ব্যাটিংই ম্যাচের প্রধান আকর্ষণ হয়ে ওঠে এবং দলকে এনে দেয় দুর্দান্ত সূচনা।
ভারতীয় দলের অধিনায়ক জিতেশ শর্মার সিদ্ধান্ত পুরোপুরি সঠিক প্রমাণিত হয়েছে। শুরু থেকেই বোলারদের উপর ঝড় তুলেছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই বৈভব ৩২ বলেই শতরান করে ফেলেন, যেখানে ছিল ১০টি চার এবং ৯টি ছক্কা। মোট ৪২টি বল মোকাবিলা করে তিনি ১৪৪ রান করেন। তাঁর ইনিংসে মোট ছিল ১৫টি ছক্কা এবং ১১টি চার।
নমন ধীরকে সঙ্গে নিয়ে বৈভব দ্বিতীয় উইকেটের জন্য ৫৬ বলে ১৬৩ রানের দুর্দান্ত জুটি গড়েন। নমন ২২ বলে ৩৪ রান করেন, তাঁর ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছক্কা। বৈভব তাঁর ঝড়ো ব্যাটিংয়ের সময় মাত্র ১৭ বলেই অর্ধশতকের গণ্ডি পেরিয়ে যান।
ভারত-এ দলের খেলোয়াড় তালিকা: প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নেহাল বঢেরা, নমন ধীর, যতীশ শর্মা (উইকেটকিপার/অধিনায়ক), রমনদীপ সিংহ, আশুতোষ শর্মা, হর্ষ দুবে, যশ ঠাকুর, গুরজপ্নীত সিংহ এবং সুয়শ শর্মা।