অস্ট্রেলিয়ায় গিয়েও রেকর্ড বৈভব বৈভব সূর্যবংশীর। ছোটদের টেস্টে করলেন বিধ্বংসী সেঞ্চুরি। বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ টেস্টের দ্বিতীয় দিন বৈভব ৭৮ বলে শতরান করে। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এবং অনূর্ধ্ব-১৯ এক দিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিল বৈভব।
আন্তর্জাতিক ক্রিকেটে বড়দের দলে জায়গা করে নেবে এই খুদে? সেটাই এখন বড় প্রশ্ন। অনেকেই বলছেন, বৈভব টেস্ট ক্রিকেটের জন্যও তৈরি। আর সেদিকেই যে নিজেকে নিয়ে যাচ্ছে ১৪ বছরের বৈভব, তা এখনই বলে দেওয়া যায়। ইয়ান হিলি ওভাল মাঠে বৈভব ভারতের হয়ে ওপেন করতে নামে। ৭৮ বলে শতরান করার পর অবশ্য বেশিক্ষণ উইকেটে থাকতে পারেনি বৈভব। ৮৬ বলে ১১৩ রান করে আউট হয়ে যায়। তার ইনিংসে ৯টি চার, ৮টি ছক্কা রয়েছে। তাঁর ইনিংস মনে করিয়েছে ব্রেন্ডন ম্যাককুলামকে। যুব টেস্টে ছয় মারার নতুন রেকর্ডও গড়েছেন।
ম্যাচের নির্ণায়ক অবদান ছিল সূর্যবংশীর, যার ৭৮ বলের সেঞ্চুরি অস্ট্রেলিয়ার যুব টেস্টে যেকোনো খেলোয়াড়ের দ্রুততম সেঞ্চুরি, লিয়াম ব্ল্যাকফোর্ডের ১২৪ বলের আগের রেকর্ডটি ছাড়িয়ে গেছে।
সূর্যবংশীর উত্থান বিভিন্ন ফর্ম্যাটে দ্রুত হয়েছে। এর আগে ২০২৫ সালে, তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেছিলেন , মাত্র ৩৫ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন, যা আইপিএল ইতিহাসের দ্বিতীয় দ্রুততম। তিনি তার প্রথম আইপিএল মরসুমে ২৫২ রান করেছিলেন, রাজস্থান রয়্যালসের হয়ে একটি শতরান এবং একটি অর্ধশতক হাঁকিয়েছিলেন এবং ২০৬.৫৫ গড়ে স্ট্রাইক করেছিলেন।
জুলাই মাসে, তিনি ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্রুততম যুব ওয়ানডে শতকের (৫২ বল) রেকর্ডও গড়েন। ভারত ৬৯ রানে ২ উইকেট হারিয়ে সমস্যায় পড়েছিল। সেখান থেকে তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি তৈরি হয়। বৈভবের পাশাপাশি সফল বেদান্ত ত্রিবেদী। তিনি ১০৩ বলে ৮২ রান করে উইকেটে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ২৪৩ রান তুলেছে। জবাবে ভারত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেটে ২৫৯ রান তুলেছে। চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলছে।