Advertisement

২১ বলে ১০টা ছক্কা! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাণ্ডব সূর্যবংশীর

বৈভব সূর্যবংশী যখনই ক্রিজে আসেন, তখনই বোলারদের জন্য বিষয়টি মুশকিলের হয়ে যায়। মাত্র ১৪ বছরের এই ব্যাটারকে যদি তাড়াতাড়ি আউট না করা হয়, তাহলে ছক্কার বৃষ্টি কনফার্ম।

সাউথ আফ্রিকার বিরুদ্ধে তাণ্ডব চালালেন সূর্যবংশীসাউথ আফ্রিকার বিরুদ্ধে তাণ্ডব চালালেন সূর্যবংশী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Jan 2026,
  • अपडेटेड 7:22 PM IST
  • দ্বিতীয় ওয়ানডেতে বৈভব সূর্যবংশী তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন।
  • ১৪ বছরের এই ব্যাটারকে যদি তাড়াতাড়ি আউট না করা হয়, তাহলে ছক্কার বৃষ্টি কনফার্ম।
  • বৈভব সূর্যবংশী এই ম্যাচে মাত্র ২১ বলে ১০টি ছক্কা মেরেছেন।

বৈভব সূর্যবংশী যখনই ক্রিজে আসেন, তখনই বোলারদের জন্য বিষয়টি মুশকিলের হয়ে যায়। মাত্র ১৪ বছরের এই ব্যাটারকে যদি তাড়াতাড়ি আউট না করা হয়, তাহলে ছক্কার বৃষ্টি কনফার্ম। সোমবারও এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন দর্শকেরা। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ টিনের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে বৈভব সূর্যবংশী তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন।

বৈভব সূর্যবংশী এই ম্যাচে মাত্র ২১ বলে ১০টি ছক্কা মেরেছেন। ভরপুর আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটি বলকে গ্যালারির বাইরে ছুঁড়ে ফেলেছেন তিনি। যার জেরে পয়সা উসুল দর্শকদের। 

এদিন প্রথম বল থেকেই আগ্রাসী দেখিয়েছে বৈভবকে। ক্রিজে আসার পর থেকেই নিজের উদ্দেশ্য লুকিয়ে রাখেননি। ইনিংসের প্রথম বলেই ফাস্ট বোলার ব্যাসনকে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান। এরপর পঞ্চম বলে ফাইন লেগের উপর দিয়ে আবারও ওভার বাউন্ডারি মারেন বৈভব।

বায়ান্দা মাজোলার বোলিংয়েও সূর্যবংশী কোনও দয়া মায়া দেখাননি। মাজোলার পঞ্চম বলে ডিপ এক্সট্রা কভারের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান তিনি। এরপর ব্যাসনের পরের ওভারে বৈভব আরও দুটি ছক্কা হাঁকান। 

১৯ বলে হাফ সেঞ্চুরি

অষ্টম ছক্কা হাঁকিয়ে মাত্র ১৯ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। উল্লেখযোগ্য বিষয় হল, বৈভবের এই হাফ সেঞ্চুরিতে কিন্তু কোনও বাউন্ডারি ছিল না। সবই ওভার বাউন্ডারি।

এদিন ডানহাতি ফাস্ট বোলার ক্রুইসক্যাম্প বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ইনিংসের ইতি টানেন। ড্যানিয়েল বসম্যানের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ১৪ বছরের বালক। তবে তার আগেই ম্যাচের রঙ বদলে দিয়েছেন তিনি। আউট হওয়ার সময় সূর্যবংশী ২৪ বলে ৬৮ রান করেন।  তাঁর এই ইনিংসের স্ট্রাইক রেট রয়েছে ২৮৩.৩৩। সাউথ আফ্রিকাকে  জয়ের জন্য ২৪৬ রান টার্গেট দিয়েছে ইংল্যান্ড।


 

Read more!
Advertisement
Advertisement