
মাত্র ১৪ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটে নিজের পরিচয় প্রতিষ্ঠা করে ফেলেছে বৈভব সূর্যবংশী। আর এবার এত কম বয়সেই বৈভব সূর্যবংশী ব্যাট হাতে যে তান্ডব চালাচ্ছেন, তা অবাক বিষয় উপভোগ করছে গোটা ক্রিকেট বিশ্ব। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক।
প্রধানমন্ত্রী বাল্য পুরস্কারে বৈভবকে সম্মানিত করলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ইতিমধ্যে গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই বিশেষ সম্মান গ্রহণের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন বৈভব সূর্যবংশী। চলতি বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলতে নেমেছেন বৈভব। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তিনি বিধ্বংসী একটি শতরান হাঁকান। পাশাপাশি গড়েছেন একাধিক রেকর্ড। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে তিনি লিস্ট এ ক্রিকেটে শতরান হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছেন।
ভারতের সিনিয়র দলের জার্সি না পেলেও, অনূর্ধ্ব-১৯ ও আইপিএল-এ দারুণ পারফর্ম করেছেন বৈভব। ইন্ডিয়া এ দলের হয়ে এশিয়া কাপও খেলার সুযোগ পেয়েছেন তিনি। সেখানেও বিধ্বংসী শতরাং হাঁকিয়ে সকলের নজর কেড়েছেন।
এই বছর বৈভবের ব্যাট থেকে মোট ৭ সেঞ্চুরি করেছেন। এর মধ্যে ভারতের হয়ে তিনি চারটে শতরান করেছেন। ঘরোয়া ক্রিকেটের তিনটে ফরম্যাটেও তিনি ৩ অঙ্কের রান করেছেন। সবার আগে রঞ্জি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে তিনি শতরান করেছিলেন। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি সেঞ্চুরি হাঁকান। অবশেষে বিজয় হাজারে ট্রফিতেও সেই একই পারফরম্যান্সের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যায়। ঈশ্বরের কাছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের প্রার্থনা, আগামী বছরও যেন বৈভবের ব্যাটে এই আগুন ফর্ম অব্যাহত রয়েছে।
এর মধ্যেই বৈভবের এই পুরস্কার তাঁকে আরও ভাল পারফর্ম করতে সাহায্য করবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বাকি সদস্যদের সাথে যোগ দেবেন এবং ১৫ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।