
অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপ ম্যাচে রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া। তরুণ তুর্কি বৈভব সূর্যবংশীর ব্যাটে ভর করে UAE-কে পাহাড় প্রমাণ রানের টার্গেট দিল ভারতের অনুর্ধ্ব ১৯ ছেলের দল। শুক্রবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আরব আমিরশাহি। আর সেই সিদ্ধান্তই যেন কাল হল তাঁদের। প্রথমে ব্যাট করে UAE-কে ৪৩৪ রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া। বৈভব একাই করলেন ১৭১।
এদিন ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে মেজাজে ছিলেন ১৪ বছরের বৈভব। তাঁর এদিনের ৯৫ বলে ১৭১ রানের ইনিংসে রয়েছে ৯টি চার ও ১৪টি ছয়। ১৮০ স্ট্রাইক রেটে তাঁর ঝোড়ো ইনিংসের সামনে দাঁড়াতে পারেনি কোনও UAE বোলারই। সকলকেই কার্যত পিটিয়ে ছাতু বানিয়েছেন এই ব্যাটার।
তবে সূর্যবংশী ছাড়াও, এদিনের ম্যাচে রান পেয়েছে অ্যারোন জর্জ ও বিহাব মালহোত্রা। দু'জনেই করেছেন ৬৯ রান। ফলে ৫০ ওভার শেষে টিম ইন্ডিয়ার মোট রান পৌঁছায় ৪৩৩-এ।
এই রান ভারতের ক্ষেত্রেও নয়া রেকর্ড। এর আগে কোনও ৫০ ওভারের ম্যাচে ৪৩৩ রানে পৌঁছাতে পারেনি টিম ইন্ডিয়া। ২০০৪ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ৪২৫/৩ রান ছিল ইন্ডিয়ার। তবে সেই রেকর্ডও এদিন ভেঙে দিল বৈভবরা। পাশাপাশি, তৃতীয়বার ৪০০-র বেশি রান করা কোনও টিম হিসেবেও সর্বপ্রথম নজির গড়ল ভারত।
পাশাপাশি ব্যক্তিগত রেকর্ডেও নজির গড়েছেন বৈভব। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে এক ইনিংসে কোনও ব্যাটারের সর্বাধিক ছয়ের রেকর্ড এল তাঁর দখলে। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের দরবিশ রাসুলির। যিনি ২০১৭ সালে এক ইনিংসে ১০টি ছয় মেরেছিলেন। এদিন বৈভব মারলেন ১৪টি ছয়। যা তাঁকে এই এশিয়াকাপে সর্বাধিক ছক্কার মালিকানাও এনে দিল। অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে এখন পর্যন্ত ২৬টি ছক্কা হাঁকিয়েছেন এই তরুণ তুর্কি।