
ক্রিকেট বিশ্বের রেকর্ডবুকে নতুন অধ্যায় লিখে ফেলল ভারতীয় কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দিয়ে তিনি হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে কম বয়সি ইউথ ওয়ানডে অধিনায়ক।
শনিবার, ৩ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে আয়োজিত তিন ম্যাচের ইউথ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে মাঠে নামেন বৈভব। এই ম্যাচেই তিনি ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্থায়ীভাবে তুলে ধরেন।
অভিষেক ম্যাচেই ঐতিহাসিক নজির
ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচে ব্যাট হাতে বড় রান করতে না পারলেও (১২ বলে ১১ রান), সেই পারফরম্যান্স তাঁর কৃতিত্বকে কোনওভাবেই ম্লান করতে পারেনি। কারণ, এই ম্যাচ দিয়েই তিনি হয়ে যান ১৪ বছর বয়সে আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ম্যাচে নেতৃত্ব দেওয়া বিশ্বের প্রথম ক্রিকেটার।
এর পাশাপাশি, ১৬ বছর পূর্ণ হওয়ার আগেই যে কোনও ফরম্যাটে আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ ম্যাচে অধিনায়কত্ব করার নজিরও গড়েছেন বৈভব।
ভাঙল ১৯ বছরের পুরনো রেকর্ড
এই কৃতিত্বের মাধ্যমে বৈভব ভেঙে দিয়েছেন পাকিস্তানের আহমদ শেহজাদের দীর্ঘ ১৯ বছর ধরে অটুট থাকা রেকর্ড। এত কম বয়সে আন্তর্জাতিক যুব ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার নজির আগে আর কেউ স্থাপন করতে পারেননি।
কেন অধিনায়কত্ব পেলেন বৈভব?
এই সিরিজে নিয়মিত অধিনায়ক আয়ুষ ম্হাত্রে এবং সহ-অধিনায়ক বিহান মালহোত্রা চোটের কারণে মাঠের বাইরে থাকায় বৈভব সূর্যবংশীর কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় টিম ম্যানেজমেন্ট। যদিও আশা করা হচ্ছে, দু’জনই ১৫ জানুয়ারি থেকে শুরু হতে চলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে দলে ফিরবেন। ওই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে জিম্বাবোয়ে ও নামিবিয়ায়।
আগেও ঝড় তুলেছেন ব্যাট হাতে
এর আগেই ঘরোয়া ক্রিকেটে একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন বৈভব। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে শতরান করেন তিনি।
রাঁচিতে খেলা সেই ম্যাচে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ১৬টি চার ও ১৫টি ছয়। সেই ম্যাচে বিহার ৩৯৭ রানের বিশাল ব্যবধানে জয় পায়।
ডি ভিলিয়ার্সের রেকর্ডও ভেঙেছেন
ওই ইনিংসেই লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের এবি ডি ভিলিয়ার্সের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন বৈভব। তিনি ডি ভিলিয়ার্সের তুলনায় ১০ বল কম খেলে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন। একই সঙ্গে, লিস্ট এ ফরম্যাটে কোনও ভারতীয় ব্যাটারের সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও এখন তাঁর দখলে—মোট ১৫টি ছয়।
সম্মান ও দায়িত্ব দুটোই বেড়েছে
জুনিয়র ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বৈভব সূর্যবংশীকে ২০২৫–২৬ রঞ্জি ট্রফি মরসুমের প্রথম দু’টি রাউন্ডে বিহার দলের সহ-অধিনায়ক করা হয়েছে।
এছাড়াও, সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার (PMRBP) গ্রহণ করেছেন তিনি। এই পুরস্কার ৫ থেকে ১৮ বছর বয়সি শিশুদের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য দেওয়া ভারতের সর্বোচ্চ শিশু সম্মান।