Advertisement

Champions Trophy- Varun Chakaravarthy : বরুণ চক্রবর্তীকে সেমিফাইনালে খেলানো উচিত? কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?

চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে অসাধারণ বোলিং করে টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। একাই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ৩৩ বছর বয়সি বরুণের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।

Varun ChakaravarthyVarun Chakaravarthy
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 3:26 PM IST
  • বরুণ চক্রবর্তীকে সেমিফাইনালে খেলানো উচিত
  • এমনটাই মত প্রাক্তন ক্রিকেটারদের

 চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয় ম্যাচে অসাধারণ বোলিং করে টিম ইন্ডিয়াকে জিতিয়েছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। একাই পাঁচ উইকেট নিয়েছেন তিনি। ৩৩ বছর বয়সি বরুণের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। মঙ্গলবার দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে ভারতীয় টিম। প্লেয়িং ইলেভেনে বরুণকে রাখা উচিত বলেই মনে করছেন অনিল কুম্বলে, রবি শাস্ত্রীর মতো প্রাক্তন ক্রিকেটাররা। 

রবিবার নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে চারজন স্পিনার নিয়ে খেলতে নামে ভারত। হর্ষিত রানার বদলে দলে নেওয়া হয় বরুণ চক্রবর্তীকে। আর সুযোগ পেয়েই কামাল করেন ওই স্পিনার। দুবাইয়ের পিচে স্পিনাররা অতিরিক্ত সাহায্য পেয়ে থাকেন। আবার বরুণ ফর্মেও রয়েছেন। এই পরিস্থিতিতে সেমিফাইনালেও বরুণকে দলে রাখার পক্ষে সওয়াল করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে বলেন, 'বরুণ গত এক দেড় বছর ধরে যে পারফরম্যান্স দিচ্ছে তা অসাধারণ। টি টোয়েন্টিতে আগেই ও দলকে জিতেয়েছে। এখন ওয়ানডে-তেও ভালো বল করল। দুবাইয়ের পিচের যা পরিস্থিতি তাতে রোহিত শর্মারা চারজন স্পিনারকে নিয়ে নামতেই পারে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে ভারতের এই প্ল্যান কাজ করবে। আর ভারতের চারজন স্পিনারকে সামলানো বিশ্বের যে কোনও দলের কাছেই চ্যালেঞ্জের। সুতরাং সেমিতে অস্ট্রেলিয়াও বিপদে পড়তে পারে।' 

আরও পড়ুন

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা তথা কোচ রবি শাস্ত্রী বরুণের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্তেরও তারিফ করেন। বলেন, 'বরুণকে দেখে খুব খুশি হয়েছি। টিম ম্যানেজমেন্টও ভালো সিদ্ধান্ত নিয়েছে। বরুণ এমন একজন বোলার যে মাঝের ওভারগুলোতে উইকেট নিতে পারে। ফের তা প্রমাণ করেছে। আমার মনে হয় ওকে দলে রাখা দরকার।' 

রবি শাস্ত্রী আরও বলেন, 'আমি সব সময় সাম্প্রতিক ফর্মে বিশ্বাস করি। সেদিক থেকে দেখলে এটাই বরুণকে ব্যবহার করার সবথেকে উপযুক্ত সময়। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশ বরুণকে বেশি খেলেনি। তাই ওদের বিপদে ফেলতে পারে বরুণ।' 

Advertisement

এরপরই সেমিফাইনালে বরুণকে খেলানোর পক্ষে সওয়াল করেন রবি শাস্ত্রী। তাঁর কথায়, 'আমার মনে হয় টিম ইন্ডিয়ার দলে কোনও পরিবর্তন করা উচিত নয়। কারণ, পিচ বা মাঠের যা পরিস্থিতি তাতে স্পিনাররা সাহায্য পেতে পারে। তাই বরুণ খেলালে দল উপকার পাবে।'

Read more!
Advertisement
Advertisement