Virat Kohli 100th T20 Fifty: বৃহস্পতিবার আইপিএল ২০২৫-এ মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। প্লে-অফে টিকে থাকতে মরিয়া ছিল রাজস্থান, আর হোম টার্ফে প্রথম জয় পেতে মরিয়া ছিল আরসিবি।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে আরসিবিকে ব্যাট করতে পাঠায় আরআর।
শুরুতেই ঝড় তোলেন বিরাট কোহলি ও ফিল সল্ট। কোহলি ৪ মেরে ইনিংস শুরু করে ধীরে ধীরে গতি বাড়ান। মাত্র ৩২ বলে অর্ধ শতরান পূর্ণ করেন। শেষমেশ ৪২ বলে ৭০ রানের ইনিংস খেলে আউট হন। এই হাফসেঞ্চুরির সঙ্গেই বিরাট গড়ে ফেলেন এক ঐতিহাসিক রেকর্ড — তিনিই প্রথম এশিয়ান ক্রিকেটার যিনি টি২০-তে ১০০টি হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি চিন্নাস্বামীতেও ৩৫০০ রান করে এই মাঠে সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন।
অন্যদিকে, ফর্মে ফেরেন দেবদত্ত পাডিক্কালও। তিনিও অর্ধশতরান করেন। দলের নির্ভরযোগ্য ওপেনিং জুটি আর বড় রানে পৌঁছানোর কৃতিত্বের বড় অংশ কোহলির। শেষ পর্যন্ত ২০ ওভারে ২০৫ রান তোলে বিরাট-বাহিনী। শেষ দিকে টিম ডেভিড ও জিতেশ শর্মা দলকে ২০০ রানের গণ্ডি পার করে দেন। রাজস্থানের দলটিকে জিততে হলে করতে হবে ২০৬।
প্রথম লেগে জয়পুরে আরসিবির কাছে হারের বদলা নিতেই মরিয়া ছিল রাজস্থান। তবে আবারও হারতে হয় তাদের।
আরসিবির এই সিজনে হোম ম্যাচে এটাই প্রথম জয়। রাজস্থানের ব্যর্থতা প্রসঙ্গে দ্রাবিড় বলেন, "সব দল নতুনভাবে তৈরি হয়েছে, তাই মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। পিচও বড় একটা ফ্যাক্টর।"
কোহলির এই রেকর্ড ও আরসিবির হোম জয়ে ফের আলোচনায় ফিরল বেঙ্গালুরুর টিম। দলের অধিনায়ক রজত পাতিদার হলেও দলের হৃদয়ে রয়েছেন বিরাট কোহলি, যা আবার প্রমাণিত হলো।