অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হারের মুখে পড়তে হয়েছিল। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছে ভারতীয় দল। ফর্মে নেই টিম ইন্ডিয়ার অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলির। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে সপরিবারে স্বামী প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি। ভজন মার্গ চ্যানেলে এর ভিডিও শেয়ার করা হয়েছে।
এবারই প্রথম নয়, এর আগেও প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন এই তারকা দম্পতি। সেই সময় অনুষ্কা বলেন, 'শেষবার প্রেমানন্দ মহারাজকে একটি প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু পারেননি।' কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া বিরাটকে পরামর্শ দেন প্রেমানন্দ মহারাজ। বলেন, 'খারাপ সময়, ভাল সময় সবটাই থাকবে। এটা আমাদের জীবনের অঙ্গ। তবে যারা ব্যর্থতার সময়ও হাসি মুখে তা মেনে নিতে পারে তারা খুব সাহসী। কারণ পার্থিব খ্যাতি ও সম্মান পেয়ে ভক্তির দিকে ফেরা কঠিন।'
পাশাপাশি তিনি এও বলেন, 'এই খারাপ সময়ের সঙ্গে আপনার অনুশীলনের কোনও সম্পর্ক নেই। যেটা যখন হওয়ার তখনই হবে। এখানে কারোর হাত নেই।' শোনা গিয়েছিল, ইংল্যান্ড সিরিজের আগে ভারতীয় দলের তারকা কাউন্টি খেলতে যাবেন। ফর্মে ফেরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন কিং কোহলি। আর তার মধ্যেই প্রেমানন্দ মহারাজের সঙ্গে দেখা করলেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে কোহলি ৫ টেস্টের ১০ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছিলেন। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি আসে। তবে তারপর আর তিন অঙ্কের রান আসেনি তাঁর ব্যাট থেকে। বাকি ম্যাচগুলিতেও একই ধাঁচে আউট হতে থাকেন কোহলি। অফ স্টাম্পের বাইরের বলে উইকেট হারান তিনি।
কোহলিকে এখন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা যাবে। ভারতীয় দলকে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিনটি ওডিআই ম্যাচ খেলবে। এরপর ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।