Advertisement

Virat Kohli Retirement: অবসর ঘোষণা করলেন কোহলি, টেস্ট ক্রিকেটে বিরাট-যুগের অবসান

টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। বিসিসিআই-এর কাছে আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ কপ্রেছিলেন। আর এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন কিং কোহলি। ১৪ বছরের কেরিয়ারের ইতি টানলেন তিনি।

বিরাট কোহলিবিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2025,
  • अपडेटेड 1:11 PM IST

টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। বিসিসিআই-এর কাছে আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন কিং কোহলি। ১৪ বছরের কেরিয়ারের ইতি টানলেন তিনি। বিরাটকে বোঝানোর চেষ্টা করেছিল বিসিসিআই। তবে তাতেও যে কাজ হয়নি, তা সোমবারের দুপুরে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে পরিষ্কার।

টেস্ট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। বিসিসিআই-এর কাছে আগেই টেস্ট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ কপ্রেছিলেন। আর এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন কিং কোহলি। ১৪ বছরের কেরিয়ারের ইতি টানলেন তিনি। বিরাটকে বোঝানোর চেষ্টা করেছিল বিসিসিআই। তবে তাতেও যে কাজ হয়নি, তা সোমবারের দুপুরে তাঁর ইনস্টাগ্রাম পোস্ট থেকে পরিস্কার।

কিছুদিন আগেই রোহিতও অবসর নিয়েছেন টেস্ট থেকে, আর এবার কোহলিও। ফলে ভারতীয় টেস্ট ক্রিকেট দলে কিছুটা হলেও শূন্যতা তৈরি হল। গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছিলেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজ়ে ব‍্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে। কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অনড় থাকলেন। রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না।   

কী লিখলেন বিরাট?

 বিরাট কোহলি তার ইনস্টাগ্রাম পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, 'টেস্ট ক্রিকেটে প্রথম নীল জার্সি পরার পর ১৪ বছর হয়ে গেছে। সত্যি বলতে, আমি কখনো কল্পনাও করিনি যে এই ফর্ম্যাটটি আমাকে এতকিছু দেবে। এই ফরম্যাটে আমি অনেক পরীক্ষার সামনে পড়েছি। আমাকে তৈরি করেছে এবং আমাকে এমন শিক্ষা দিয়েছে যা আমি আমার বাকি জীবন আমার সঙ্গে বয়ে বেড়াবো। সাদা পোশাকে খেলাটা খুবই ব্যক্তিগত অভিজ্ঞতা। শান্ত কঠোর পরিশ্রম, দীর্ঘ দিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখতে পায় না কিন্তু চিরকাল তোমার সঙ্গে থাকে।' 

Advertisement
বিরাট কোহলি

কোহলি আরও বলেন, 'এটা সহজ নয় তবে, ঠিক মনে হচ্ছে। আমি আমার সর্বস্ব দিয়েছি। এই ফরম্যাট আমাকে আমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে। খেলার প্রতি, মাঠের মানুষদের প্রতি এবং এই যাত্রায় যারা আমাকে সমর্থন করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাবো।'

Read more!
Advertisement
Advertisement