Advertisement

Virat Kohli Yashasvi Jaiswal: ক্রিজের মধ্যেই যশস্বীকে সলমানের সঙ্গে তুলনা বিরাটের, তারপরই সেঞ্চুরি জয়সওয়ালের!

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় তাঁকে লাগাতার উত্যক্ত করছিলেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছেন তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। সালমান খানের 'তেরে নাম' ছবির আইকনিক চরিত্রের সঙ্গে তুলনা করতে থাকেন বিরাট। জয়সওয়াল সেই ম্যাচেই কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন।

জয়সওয়াল ও বিরাট কোহলিজয়সওয়াল ও বিরাট কোহলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2025,
  • अपडेटेड 11:33 AM IST

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় তাঁকে লাগাতার উত্যক্ত করছিলেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছেন তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল। সালমান খানের 'তেরে নাম' ছবির আইকনিক চরিত্রের সঙ্গে তুলনা করতে থাকেন বিরাট। জয়সওয়াল সেই ম্যাচেই কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন।

জয়সওয়াল খুব ধরে খেলে নিজের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন। কিন্তু কোহলির সঙ্গে ক্রিজে থাকায় তাঁর আত্মবিশ্বাস বাড়তে থাকে। ভারত ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়। জয়সওয়াল এর আগেও তাঁর কেরিয়ারে কোহলির ভূমিকার প্রশংসা করেছেন, কিন্তু এবার তিনি তারকা ব্যাটারের দুষ্টুমি এবং রসিক দিকটিও প্রকাশ করেছেন।

কী বলছিলেন বিরাট?
সিরিজ চলাকালীন বারবারই কোহলি, জয়সওয়ালের চুলের স্টাইল নিয়ে ঠাট্টা করছিলেন, তেরে নাম ছবিতে সলমন খানের লুকের সঙ্গে তুলনা করেছিলেন। জয়সওয়াল বলেন, 'কোহলির রসবোধ দুর্দান্ত, কিন্তু যখন খেলা নিয়ে সিরিয়াস হওয়ার কথা আসে, তখন ও সম্পূর্ণ পেশাদার।'

বিমল কুমারের ইউ টিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে জয়সওয়াল বলেন, 'লাগান লাগান গই রে' নামে একটি গান আছে। কোহলি সেই গানটি গাইছিলেন এবং আমার সঙ্গে নাচছিলেন। এটা সতিই মজার ছিল। বাট করতে নামার আগেও আমার সঙ্গে আড্ডা দিচ্ছিল। আমি সত্যিই বিরাটের  খেলা উপভোগ করি।'

জয়সওয়াল বিরাটের সঙ্গে তাঁর ব্যাটিং-এ উন্নতি করার ব্যাপার লাগাতার কথাবার্তা বলেন। পরামর্শ চান। বিরাটের পরামর্শে তাঁর ব্যাটিং বদলে গিয়েছে বলেও জানিয়েছেন। জয়সওয়াল বলেন, 'আমরা অনেক বিষয় নিয়ে কথা বলছিলাম। যেমন বল এলে আমার অবস্থান কী হওয়া উচিত, উইকেট হারানো এড়াতে আমার কী করা উচিত। এই সব নিয়েই অনেক আলোচনা হয়েছে।'

যশস্বী বলেন, এমনকি সাধারণ ম্যাচের সময়ও, আমরা আলোচনা করতে থাকি কী আরও ভালো করা যেতে পারে। বিশেষ করে ড্রেসিংরুমে, যখন তারা মনে করে যে এখানে, সেখানে উন্নতি হতে পারে, তখন এটি অনেক সাহায্য করে। যশস্বী জয়সওয়ালকে শেষবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা গিয়েছিল। আর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলেও ফিরতে চলেছেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement