Advertisement

Sachin Congratulates Virat: 'আশা করি ৫০টা সেঞ্চুরি তুমি আগামী ক দিনেই করে ফেলবে', বিরাটকে শুভেচ্ছা সচিনের

রবিবার কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের অষ্টম ম্যাচ ছিল। একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। আর তারপরেই X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। 

Sachin ViratSachin Virat
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2023,
  • अपडेटेड 7:45 PM IST
  • সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। আর তারপরই তাঁকে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার। 
  • রবিবার কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের অষ্টম ম্যাচ ছিল।
  • একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

Sachin Congratulates Virat: সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। আর তারপরই তাঁকে শুভেচ্ছা জানালেন মাস্টার ব্লাস্টার। 

রবিবার কলকাতার ইডেন গার্ডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের অষ্টম ম্যাচ ছিল। একদিনের আন্তর্জাতিকে সচিন তেন্ডুলকরের সর্বাধিক শতরানের রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। আর তারপরেই X(পূর্বে টুইটার) হ্যান্ডেলে বিরাট কোহলিকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর। 

তিনি লেখেন, 'দারুণ খেলেছেন বিরাট। 
এই বছরের শুরুতে ৪৯ থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫দিন লেগেছে। আশা করি আপনি আগামী কয়েকদিনের মধ্যে আমার রেকর্ড ভেঙে ৪৯ থেকে ৫০-এ পৌঁছে যাবেন।
অভিনন্দন!!'

কয়েক সপ্তাহের অপেক্ষা। অনেকেরই জল্পনা ছিল। শেষমেশ ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন বিরাট। ৩৫তম জন্মদিনে বিরাট কোহলি শতরান করেন। বিরাট কোহলি বিশ্বকাপে ভাল  ফর্মে ছিলেন। রবিবার, সচিন তেন্ডুলকর এবং রোহিত শর্মার পরে তৃতীয় ভারতীয় হিসাবে তিনি কোনও একটি বিশ্বকাপে ৫০০ রানের সীমা অতিক্রম করেন।
 

এর আগে বাংলাদেশের বিপক্ষে বিরাট কোহলি ৪৮তম শতরান করেন। এর আগে ভারতের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুরন্ত ৮৫ রান করেছিলেন বিরাট কোহলি। এরপরে তিনি প্রায় দুইবার রেকর্ড ছুঁয়ে ফেলার কাছাকাছি এসেছিলেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯৫ রান করে আউট হয়ে যান। তারপর ২ নভেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রানে আউট হন। 

যেখানে বিরাট কোহলি তাঁর ২৮৯ তম ODI-তে তাঁর ৪৯ তম সেঞ্চুরি করেন। অন্যদিকে সচিন তেন্ডুলকর তাঁর কেরিয়ারের ৪৬২ তম ODI-তে,  তাঁর ৪৯তম সেঞ্চুরি করেছিলেন। সব মিলিয়ে এটি সচিন তেন্ডুলকরের ১০০তম আন্তর্জাতিক শতরান ছিল। সেই রেকর্ড অবশ্য ভাঙার সম্ভাবনা কম। সেটা করতে হলে বিরাট কোহলি আরও কয়েক বছর তাঁর দুরন্ত ফর্ম ধরে রাখতে হবে। 

২০০৮ সালের আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ODI-তে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। তারপরে ২০০৯ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কারই বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement