ভারতীয় ক্রিকেট (Indian Cricket Team) দলে স্বৈরাচার চালাতেন বিরাট কোহলি (Virat Kohli)? এ ব্যাপারে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা (Robin Uthappa) । হয় আমার মতো হও, নয়ত নিজের রাস্তা দেখো। এমনটাই মনে করতেন ভারতের তারকা ব্যাটার। লালরানটপকে দেওয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক দাবি করলেন টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জয়ী তারকা রবীন উথাপ্পা।
সুযোগ পাননি যুবরাজও
উথাপ্পা আরও বলেন, ফিটনেস টেস্টে পাস হতে না পারার কারণেই ক্যান্সারজয়ী যুবরাজ সিংকে (Yuvraj Singh) বাদ পড়তে হয়েছিল দল থেকে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলছেন, 'কিছু কিছু নেতা থাকে, যারা ক্রিকেটারদের কাছ থেকে একটা নির্দিষ্ট স্তরের পারফরম্যান্স প্রত্যাশা করে। তার চেয়ে কম হলে চলবে না। এই ধরনের নেতারা অনেক সময়ই ক্রিকেটারদের হতাশার কারণ হয়ে দাঁড়ান।'
যুবরাজের প্রসঙ্গ টেনে এনে উথাপ্পা বলেন, 'যুবরাজ যখন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে জিতে, ভারতীয় দলে কামব্যাক করার চেষ্টা করছেন, তখন কোহলি অধিনায়ক ছিলেন। কিন্তু ফিটনেসের মাপকাঠিতে পাশ করতে না পারায় যুবরাজকে সেসময় সুযোগ দেওয়া হয়নি। বিরাট কোহলি, যুবরাজকে বলেছিল, তোমার ফুসফুস ক্ষমতা হারিয়েছে।' উথাপ্পার দাবি দলে ফিরতে তরুণ ক্যাপ্টেন বিরাটকে অনুরোধও করেছিলেন। তবে তাতেও কাজ হয়নি।
যুবরাজের অনুরোধেও কাজ হয়নি
উথাপ্পা আরও বলেন, 'যুবরাজ বারবার অনুরোধ করেছিলেন অন্তত ২ পয়েন্টের ছাড় দিতে। প্রথমে যুবি পাজি ফিটনেসে পাশ করতে না পারায় টিমে ঢুকতে পারেননি। পরে ফিটনেস টেস্ট পাশ করে দলে ঢুকে পড়েন। কিন্তু একটা টুর্নামেন্ট খারাপ যায়। তারপর আর সুযোগই পাননি তিনি। আর ফিটনেসের পরীক্ষা দেননি যুবরাজ।'
তবে উথাপ্পা মনে করেন, এক্ষেত্রে সাফল্য ব্যাপার নয়। কারণ এভাবেও কোনও অধিনায়ক সফল হতে পারেন। তবে দলের ক্রিকেটারদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, কীভাবে কোন ব্যক্তির সঙ্গে কথা বলা উচিত, সেটাও গুরুত্বপূর্ণ।