Advertisement

Virat Kohli Test Comeback: টেস্টে অবসর ভেঙে ফিরছেন কোহলি? নিজে মুখে যা জানালেন...

এ যেন সেই ভিন্টেজ বিরাট কোহলি! ঠুক ঠুক করার কোনও গল্প নেই। পুরো অ্যাটাকিং মোড অন। ৪-৬-তেই খেলা হবে। আর সেই পুরনো বিরাটের ব্যাটের উপর ভর করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ভারত। যার ফলে ইতিমধ্যেই তাঁর টেস্টে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, অবসর ভেঙে সাদা জার্সিতে দেখা যাবে বিরাটকে। যদিও এই গুজবকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিং। তিনি জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মাত্র একটি ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন। আর সেটি হল ওডিআই। এর বাইরে কিছু নয়।

বিরাট কোহলি কি ফিরছেন?বিরাট কোহলি কি ফিরছেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 8:28 AM IST
  • ইতিমধ্যেই তাঁর টেস্টে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে
  • বিরাটের ব্যাটের উপর ভর করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ভারত
  • অবসর ভেঙে সাদা জার্সিতে দেখা যাবে বিরাটকে

এ যেন সেই ভিন্টেজ বিরাট কোহলি! ঠুক ঠুক করার কোনও গল্প নেই। পুরো অ্যাটাকিং মোড অন। ৪-৬-তেই খেলা হবে। আর সেই পুরনো বিরাটের ব্যাটের উপর ভর করেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে ভারত। যার ফলে ইতিমধ্যেই তাঁর টেস্টে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, অবসর ভেঙে সাদা জার্সিতে দেখা যাবে বিরাটকে। যদিও এই গুজবকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিং। তিনি জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মাত্র একটি ফরম্যাটেই খেলা চালিয়ে যাবেন। আর সেটি হল ওডিআই। এর বাইরে কিছু নয়।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ১৭ রানে জিতেছে ভারত। যার ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল মেন ইন ব্লু। তবে সিরিজ নিয়ে বা ভারতের ম্যাচ জেতা নিয়ে খুব একটা উত্তেজনা নেই। বরং বিরাটের মহারাজকীয় ইনিংসই এখন সাধারণ মানুষের মুখে মুখে। ৪-৬ দিয়ে সাজানো একটা চোখ ধাঁধানো সেঞ্চুরি করেছেন কিং কোহলি। যার ফলে এখন ওয়ানডে-তে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৫২। কোনও একটি ফরম্যাটে সেঞ্চুরির নিরিখে তিনি সচিন তেন্ডুলকারকেও ছাপিয়ে গেলেন।

আর বিরাটের এই ইনিংস দেখার পরই গুজব ছড়িয়ে পড়ে যে টেস্ট ক্রিকেটে ফিরছেন বিরাট। বিসিসিআই-এর তরফে তাঁকে নাকি অনুরোধ করা হয়েছে এই বিষয়ে। তবে নিজের মুখেই সেই দাবি উড়িয়ে দিয়েছেন ভারতীর ক্রিকেটের রাজা। তিনি জানিয়েছেন, এখন তিনি একটা ফরম্যাটই খেলবেন। আর সেটি হল টেস্ট।

ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বিরাট বলেন, 'আমি জানি কেমন ভাবে এগিয়ে যাব। আমি এখন শুধু একটা ফর্মের ক্রিকেটই খেলছি।'

এখানেই শেষ নয়, ৩৭ বছর বয়সেও তিনি কীভাবে নিজের মধ্যে এতটা খিদে জাগিয়ে রেখেছেন, কীভাবে তিনি এত ফিট, কীভাবে রান করে চলেছেন, সেই সম্পর্কেও অকপট উত্তর দেন বিরাট। তিনি বলেন, 'যদি তুমি ৩০০টা ম্যাচ খেলে ফেল, তখন তুমি বুঝতে পারবে যে রিফ্লেক্স এবং শারীরিক সক্ষমতা খুবই জরুরি অনেকক্ষণ ব্যাট করার জন্য।'

Advertisement

তিনি নিজের কথার আরও ব্যাখ্যায় বলেন, 'ব্যাটে যতদিন ভাল বল লাগছে, ততদিন শুধু ফিজিক্যালি ফিট থাকতে হবে। পাশাপাশি মানসিকভাবেও তৈরি থাকা জরুরি।'

কোহলির চোখ ধাঁধানো ইনিংস

এ দিন দারুণ খেলেছেন কোহলি। ১২০ বলে করেছেন ১৩৫ রান। আর এই রানটা করার ক্ষেত্রে তিনি ১১টি ৪ এবং ৭টি ৬ মেরেছেন। যার ফলে তিনি এখন ৮৩ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন। এখন দেখার ২০২৭ সালের বিশ্বকাপে কোহলি খেলেন কি না। আর খেললেও তার এই ফর্ম বজায় থাকে কি না।

Read more!
Advertisement
Advertisement