Advertisement

Virat Kohli Ranji Match: বিরাট নামতেই রঞ্জি ম্যাচেও থিকথিকে ভিড়, ধাক্কাধাক্কি-পুলিশের বাইক ভাঙচুর

Virat Kohli Ranji Trophy: আসলে দিল্লি ক্রিকেট প্রশাসকরা ভাবতেই পারেননি রঞ্জি ম্যাচে এতটা ভিড় হয়ে যাবে। প্রথমে ৩টি গেট খোলা হয়েছিল। কিন্তু প্রবল ভিড়ের চাপে শেষ পর্যন্ত আরও একটি গেট খুলতে বাধ্য হয় স্টেডিয়াম কর্তৃপক্ষ।

রঞ্জিতে বিরাটের খেলা দেখতে থিকথিকে ভিড়রঞ্জিতে বিরাটের খেলা দেখতে থিকথিকে ভিড়
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Jan 2025,
  • अपडेटेड 11:26 AM IST
  • পুলিশের কয়েকটি বাইকেও ভাঙচুর চালায় উন্মত্ত জনতা
  • কিছু যুবক স্টেডিয়ামের গেটে ধাক্কা মারতে শুরু করে দেয়
  • আয়ুষ বাদোনি নিজের ৪ নম্বরে ব্যাটিংয়ের জায়গা ছেড়ে দিয়েছেন বিরাটকে

প্রায় ১২ বছর পর ঘরোয়া ক্রিকেট খেলতে নামলেন বিরাট কোহলি। আজ অর্থাত্‍ দিল্লি বনাম রেলওয়ে ম্যাচে খেলছেন বিরাট। আর কোহলির আগমনের জেরে রঞ্জি ম্যাচ যেন হয়ে উঠল আন্তর্জাতিক হাইভোল্টেজ ম্যাচ। বিরাটকে দেখতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ব্যাপক ভিড়। তুমুল অশান্তিও। ভাঙচুর চলল পুলিশের বাইকে। একাধিক দর্শক আহতও হয়েছেন।

পুলিশের কয়েকটি বাইকেও ভাঙচুর চালায় উন্মত্ত জনতা

বিরাটের ম্যাচ দেখতে এদিন ভোর থেকেই অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে ভিড় জমছিল। ম্যাচের আগে যেন বাঁধ ভাঙল সেই ভিড়। স্টেডিয়ামের ১৬ নম্বর গেটের বাইরে শুরু হয় ধাক্কাধাক্কি। যার জেরে একে অপরের গায়ে পড়ে যান অনেকেই। এরপরেই হুড়োহুড়ি, ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশের কয়েকটি বাইকেও ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। অনেকের জুতো, চটি ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক হারিয়ে গিয়েছে।

ভাঙচুর চলল পুলিশের বাইকে

কিছু যুবক স্টেডিয়ামের গেটে ধাক্কা মারতে শুরু করে দেয়

কম করে ৩ জন দর্শক আহত। তাঁদের চিকিত্‍সার ব্যবস্থা করেছে ডিডিসিএ নিরাপত্তারক্ষীরা ও পুলিশ। ভিড় সামলাতে গিয়ে আহত হয়েছেন এক নিরাপত্তারক্ষীও। আসলে দিল্লি ক্রিকেট প্রশাসকরা ভাবতেই পারেননি রঞ্জি ম্যাচে এতটা ভিড় হয়ে যাবে। প্রথমে ৩টি গেট খোলা হয়েছিল। কিন্তু প্রবল ভিড়ের চাপে শেষ পর্যন্ত আরও একটি গেট খুলতে বাধ্য হয় স্টেডিয়াম কর্তৃপক্ষ। স্টেডিয়ামের ১৬ ও  ১৭নম্বর গেটের বাইরে বিরাট লাইন শুরু হয় ভোর থেকেই। কিছু যুবক স্টেডিয়ামের গেটে ধাক্কা মারতে শুরু করে দেয়। 

চূড়ান্ত ভিড়ে ঠেলাঠেলি

আয়ুষ বাদোনি নিজের ৪ নম্বরে ব্যাটিংয়ের জায়গা ছেড়ে দিয়েছেন বিরাটকে

টস জিতেছে দিল্লি ও প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বিরাট কোহলির সম্মানে দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনি নিজের ৪ নম্বরে ব্যাটিংয়ের জায়গা ছেড়ে দিয়েছেন বিরাটকে। যাতে বিরাটের খেলা দর্শকরা উপভোগ করে পারেন। বিরাট কোহলির ফর্ম খারাপ চলছে। তাই ঘরোয়া ক্রিকেটে নেমেছেন। 


Advertisement
Read more!
Advertisement
Advertisement