হাঁটুর চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। নাগপুরের প্রথম ম্যাচের পর রবিবার কটকে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। সেখানেও বিরাটের দলে থাকা নিয়ে সংশয়ে ছিলেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ভারতীয় দল ভাল খেলতে না পারলে, ভবিষ্যত নিয়ে সমস্যা হতে পারে। তবে এ ব্যাপারে বড় আপডেট দিলেন ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।
পরের ম্যাচে ফিরছেন বিরাট?
প্রথম ম্যাচের নায়ক শুভমান গিলকে বলতে শোনা গিয়েছে, 'সকালে ঘুম থেকে ওঠার পরে বিরাট কোহলি দেখতে পায় তাঁর হাঁটু ফুলে রয়েছে। গতকাল অনুশীলনেও ঠিকই ছিল। তবে চিন্তার কোনও কারণ নেই। পরবর্তী ম্যাচে কোহলি ফিরে আসবে দলে।' গিলের এই কথায়, কিছুটা হলেও স্বস্তিতে ভারতীয় ফ্যানরা। তবে বিরাট কটকে ফর্মে ফিরতে পারেন কিনা সেদিকেও নজর রাখতে হবে।
রান পাচ্ছেন না রোহিতও
কটকে দ্বিতীয় ওয়ানডের বল গড়াবে। রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির দিকেও নজর থাকবে সবার। কারণ, প্রথম ম্যাচে ২ রান করে আউট হন ভারত অধিনায়ক। প্রথমে টেস্ট, তারপর রঞ্জিতেও নিজের ছন্দ ফিরে পাননি রোহিত। আর এবার একদিনের সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারেননি রোহিত। রান না আসায় তাঁকে নিয়েও শুরু হ্যেছে নানা গুঞ্জন। শোনা গিয়েছে, যা পরিস্থিতি তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রান নয়া পেলে অবসর নিতে হতে পারে দুই তারকাকেই।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সহ অধিনায়ক শুভমান গিল। এদিন ভারতকে জেতাতে মুখ্য ভূমিকা গ্রহণ করেন তিনি। এক সময়ে ইংল্যান্ডের রান তাড়া করতে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে বসে ভারত। কিন্তু প্রথমে শ্রেয়স আইয়ারের সঙ্গে পরে অক্ষর প্যাটেলের সঙ্গে পার্টনারশিপ গড়েন গিল। ভারতকে ধীরে ধীরে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। শেষের দিকে দ্রুত কয়েকটা উইকেট হারায় ভারত। শুভমান গিলও দ্রুত ম্যাচ শেষ করতে গিয়ে ফিরে যান ৮৭ রানে।