Advertisement

Virat Kohli Retirement: অবসর নিয়ে রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন বিরাট, কী আলোচনা হয়েছিল?

বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) সম্পর্ক সকলেরই জানা। টেস্ট থেকে অবসর নেওয়ার আগে কী কথা হয়েছিল দু'জনের? শাস্ত্রী নিজেও অবাক কোহলির এই সিদ্ধান্তে। কেন লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি? সেই কারণ ফাঁস করলেন শাস্ত্রী। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 May 2025,
  • अपडेटेड 5:23 PM IST

বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) সম্পর্ক সকলেরই জানা। টেস্ট থেকে অবসর নেওয়ার আগে কী কথা হয়েছিল দু'জনের? শাস্ত্রী নিজেও অবাক কোহলির এই সিদ্ধান্তে। কেন লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি? সেই কারণ ফাঁস করলেন শাস্ত্রী। 

কেন এমন সিদ্ধান্ত বিরাটের?
ইনস্টাগ্রাম পোস্টে নিজের অবসরের কথা ঘোষণা করেন বিরাট। সমর্থকরা যেমন হতাশ, তেমনই এই প্রশ্ন ঘুরছে, কেন এই সিদ্ধান্ত? অনেক জল্পনাও ঘুরছে চারদিকে। অনেকেই বলছেন, বোর্ডের চাপেই কি এই সিদ্ধান্ত নিলেন বিরাট? এর মধ্যেই শাস্ত্রী জানিয়েছেন, তাঁর সঙ্গে এক সপ্তাহ আগেই কোহলির কথা হয়। কী কথা হয়েছিল দুজনের মধ্যে?

কী কথা হয়েছিল শাস্ত্রীর সঙ্গে?
শাস্ত্রীর বক্তব্য, 'সিদ্ধান্ত ঘোষণার সপ্তাহ খানেক আগে ওর সঙ্গে আমার কথা হয়। কোহলির কাছে বিষয়টা অত্যন্ত পরিষ্কার ছিল। কোনও আক্ষেপ ছিল না ওর মধ্যে। আমিও কিছুটা অবাক হয়েছিলাম ওর সিদ্ধান্তে। আমার মতে ও আরও দুই-তিন বছর টেস্ট খেলতে পারত। কিন্তু যখন কেন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে, তখন মনই শরীরকে নির্দেশ দেয়। হয়তো শারীরিকভাবে আপনি অনেকের থেকে বেশি ফিট। কিন্তু মানসিকভাবে নিজেকে শেষ বলে মনে হলে আর টানা সম্ভব হয় না।'

গোটা বিশ্বে বিরাটের প্রচুর ভক্ত
শাস্ত্রীর মনে করেন, গোটা বিশ্বজুড়ে কোহলির প্রচুর ভক্ত। সবসময় তাঁকে নিয়েই আলোচনা হয়। সেটাই সম্ভবত কোহলির বিধ্বস্ত হয়ে পড়ার কারণ। তিনি বলছেন, 'গত দুই দশকে ওর থেকে জনপ্রিয় কোনও ক্রিকেটার আসেনি। সব সময় মাঠে ১০০ শতাংশ দিয়েছে। যেন ওকেই সব উইকেট তুলতে হবে, ওই সব রান করবে। নিজেকে এতটা নিয়োজিত করে ফেললে, দ্রুত ফুরিয়ে যাওয়ার সম্ভাবনাও বাড়ে। তার জন্য বিশ্রাম দরকার, তার জন্য নিজেকে সব কিছুর থেকে আলাদা করে নিতে হয়। তাছাড়া কোহলির তো আর নিজেকে প্রমাণ করার কিছু নেই।'

Read more!
Advertisement
Advertisement