শেষবার ভারতের হয়ে সাদা বলের ক্রিকেট খেলতে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। জিতেছেন ট্রফি। সাত মাসে ভারতীয় ক্রিকেট বদলে গিয়েছে অনেকটা। রবিবার পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে রান পেলেন না রোহিত শর্মা ও বিরাট কোহলি। মনে করা হচ্ছে, এটা অস্ট্রেলিয়ায় তাঁদের শেষ সিরিজ। সেখানেই ধাক্কা খেতে হল ভারতের দুই প্রাক্তন ক্যাপ্টেনকে।
শুরুটা ভাল হল না রোহিতের
রবিবার দারুণ শুরু করেছে অস্ট্রেলিয়া। জস হ্যাজেলউড দারুণ জায়গায় বল করে যাচ্ছেন। অফ স্ট্যাম্পের বাইরে বারবার দুই ওপেনার সমস্যায় পড়েছেন। শুভমন গিল সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠতে পারলেও, রোহিত শর্মা সেই ফাঁদে পা দিয়ে বসলেন। মুম্বইয়ের শিবাজি পার্কে অনুশীলন করা, চার-ছক্কার বন্যা বইয়ে দেওয়া। আর পার্থে রান করা এক নয়। ফলে এক্সট্রা বাউন্স সমস্যায় ফেলে রোহিতকে। গুড লেন্থ বল হঠাৎ লাফিয়ে ওঠে। ব্যাটের কানায় লেগে সোজা চলে যায় ম্যাট র্যানশোর হাতে। ১৪ বলে ৮ রান করে ফেরেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন।
এরপর তিন নম্বরে ব্যাট করতে আসেন ভারতের আরেক তারকা বিরাট কোহলী। তিনি আবার রান না করেই ফিরে যান। আট বল খেললেও রান আসেনি। চাপ বাড়তে থাকায় তা ধরে রাখতে পারেননি কিং কোহলি। রবিবারের ম্যাচে বারবার অফ স্ট্যাম্পের বাইরের বল ফ্ল্যাশ করতে দেখা যায় বিরাটকে। সেই সময়ই কিছুটা হলেও শঙ্কায় ছিলেন ভারতীয় দলের সমর্থকরা।
কীভাবে আউট হলেন বিরাট?
অফস্ট্যাম্পের বাইরে বল পিচ করে, কোহলি স্বাভাবিকভাবেই তাঁর শরীর থেকে দূরে একটা বড় ড্রাইভ খেলে প্রথম রানটা পেতে মরিয়া ছিলেন। সে কারণেই তিনি তা তাড়া করেন। আউট সাইড এজে বল লেগে তা সোজা চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা কুপার কনলির দিকে। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে নেন তিনি। বিরাট এর আগে পড়পড় তিনটি একদিনের ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে এবার ফিরতে হল শূন্য হাতেই।
ভারতের প্লেয়িং ১১: রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেডি, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ এবং আর্শদীপ সিং।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্র্যান্ডিস হেড, মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথু শর্ট, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু রেনশ, কুপার কনলি, মিচেল ওয়েন, মিচেল স্টার্ক, নাথান এলিস, ম্যাথু কুহনেম্যান এবং জশ হ্যাজেলউড।