Advertisement

Rohit Sharma-Virat Kohli: বিরাট-রোহিতের ODI ভবিষ্যত্‍ কী? 'ধীরে চলো' নীতি নিল BCCI

ভারতের অগাস্টে প্রস্তাবিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ার জেরে বিরাট ও রোহিতের একদিনের টিমে ফেরাও পিছিয়ে গিয়েছে। এরপর ভারত ওয়ান ডে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। ১৯ থেকে ২৫ অক্টোবর এই সিরিজ হবে। বিরাট ও রোহিতকে আপাতত সেই সিরিজের দিকেই তাকিয়ে থাকতে হবে।

বিরাট কোহলি ও রোহিত শর্মাবিরাট কোহলি ও রোহিত শর্মা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 4:38 PM IST
  • ভারত ওয়ান ডে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়
  • ২০২৭ বিশ্বকাপে খেলবেন তো দুই তারকা?
  • ফোকাস ফেব্রুয়ারি-মার্চে টি-২০ বিশ্বকাপ

ভারতীয় ক্রিকেটের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার ODI কেরিয়ার নিয়েও এবার সংশয়ের মেঘ। বলা ভাল, একদিনের ক্রিকেটেও ভারতীয় দলে বিরাট ও রোহিতের জায়গা হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে। কী বলছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

রোহিত ও বিরাট ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টি২০ ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন। শুধু একদিনের ফর্ম্যাটে রয়েছেন। এখন যা পরিস্থিতি, তাতে একদিনের ফর্ম্যাটে দুই তারকার সুযোগ ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে। BCCI অবশ্য এ বিষয়ে এখনই ভাবতে রাজি নয়। বোর্ডের বক্তব্য, আপাতত ফোকাসে রয়েছে T20 বিশ্বকাপ। 

ভারত ওয়ান ডে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়

ভারতের অগাস্টে প্রস্তাবিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ার জেরে বিরাট ও রোহিতের একদিনের টিমে ফেরাও পিছিয়ে গিয়েছে। এরপর ভারত ওয়ান ডে সিরিজ খেলতে যাবে অস্ট্রেলিয়ায়। ১৯ থেকে ২৫ অক্টোবর এই সিরিজ হবে। বিরাট ও রোহিতকে আপাতত সেই সিরিজের দিকেই তাকিয়ে থাকতে হবে।

বোর্ডের ভেতরে এমন ভাবনাও আছে, অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির জন্য কোহলি ও রোহিত দু’জনেই যেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরের সময় ‘ইন্ডিয়া-A’ দলের হয়ে কয়েকটি ম্যাচ খেলেন। অস্ট্রেলিয়া ‘এ’ দল ৩০ সেপ্টেম্বর, ৩ ও ৫ অক্টোবর কানপুরে তিনটি লিস্ট-এ ম্যাচ খেলবে। সেই সময়ই ভারতের সিনিয়র দল আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে।

২০২৭ বিশ্বকাপে খেলবেন তো দুই তারকা?

ওয়ানডে ক্রিকেটে কোহলি ও রোহিতের মোট রান ২৫ হাজারেরও বেশি, সেঞ্চুরি ৮৩টি। এখন বড় প্রশ্ন, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও কি দেখা যাবে তাঁদের? এখনও সেই বিশ্বকাপের জন্য দুই বছরেরও বেশি সময় বাকি। তখন রোহিতের বয়স হবে ৪০-এর বেশি, আর কোহলি হবেন প্রায় ৩৯-এর কাছাকাছি। কোহলির ফিটনেস দুর্দান্ত, তাই তিনি হয়তো খেলতে পারবেন। কিন্তু রোহিতকে নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

ফোকাস ফেব্রুয়ারি-মার্চে টি-২০ বিশ্বকাপ

Advertisement

বোর্ডের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, তাঁদের মনে যদি কিছু থাকে, তবে নিজেরাই বোর্ডকে জানাবেন, যেমনটা করেছিলেন ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট নিয়ে নিজেদের সিদ্ধান্তের সময়। আপাতত দলের ফোকাস ফেব্রুয়ারি-মার্চে টি-২০ বিশ্বকাপ ও তার প্রস্তুতিতে।

সম্প্রতি লন্ডনে ইনডোর প্র্যাকটিস শুরু করেছেন কোহলি এবং ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন। অন্যদিকে, আইপিএল-এর পর ইংল্যান্ডে ছুটি কাটিয়ে মুম্বই ফিরে এসেছেন রোহিত, শিগগিরই তিনিও প্র্যাক্টিস শুরু করবেন।

কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল, ২৫ অক্টোবর সিডনিতে তাঁদের বিদায়ী ম্যাচ দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। তবে বোর্ড সূত্র সেই জল্পনা উড়িয়ে দিয়েছে। এ বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজও খেলবে ভারত, যা শুরু হবে ৩০ নভেম্বর। তার আগে ১৩, ১৬ ও ১৯ নভেম্বর রাজকোটে ভারত ‘এ’ বনাম দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর তিনটি লিস্ট-এ ম্যাচ হবে।

Read more!
Advertisement
Advertisement