Advertisement

Virat Rohit ODI Retirement: অক্টোবরেই ওয়ান ডে থেকে অবসর বিরাট-রোহিতের? যা বললেন BCCI ভাইস প্রেসিডেন্ট

অক্টোবরে অস্ট্রেলিয়ায় ওয়ান ডে টুর্নামেন্ট শেষেই অবসর ঘোষণা করবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা? ফ্যানেদের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন BCCI-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তারকা ব্যাটারদের ফিটনেস সম্পর্কেই বা কী মত তাঁর?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 8:47 AM IST
  • টেস্টের পর এবার অবসার ওয়ান ডে থেকেও?
  • অক্টোবরেই ঘোষণা করবেন বিরাট-রোহিত?
  • মুখ খুললেন BCCI ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা

টেস্টের পর কি এবার তবে ওয়ান ডে থেকেও অবসর নিতে চলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা? গত কয়েকদিন ধরে চলা এই জল্পনায় অবশেষে ইতি টানলেন BCCI-এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। তিনি জানিয়েছেন, দু'জনেই এখনও ওয়ানডে খেলবেন। 

জল্পনা রটেছিল অক্টোবরে অস্ট্রেলিয়া ট্যুরেই অবসর নিতে চলেছেন রোহিত ও বিরাট। রাজীব শুক্লার স্পষ্ট জানিয়ে দিলেন, এটি গুজব। সাদা বলের ক্রিকেটে ফেরার আগে ইতিমধ্যেই ট্রেনিং শুরু করেছে দু'জনেই। BCCI আপাতত তাঁদের অবসর নিয়ে কিছু ভাবছে না এবং বিষয়টি নিয়ে ধীর গতিতেই হাঁটতে চলেছে বলে খবর। 

একটি টক শো-তে রাজীব শুক্লাকে প্রশ্ন করা হয়, 'রোহিত এবং বিরাটকেও কি সচিন তেন্ডুলকরের মতো ফেয়ারওয়েল দেওয়া হবে?' জবাব BCCI-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, 'ওঁরা এখনও ওয়ান ডে খেলছে। কেন ওঁদের নিয়ে সকলে এত চিন্তিত?' তাঁর সংযোজন, 'ওঁরা কখন অবসর নিল? রোহিত শর্মা এবং বিরাট কোহলি দু'জনই এখনও ওয়ান ডে খেলবেন। তাহলে ওঁদের ফেয়ারওয়েলের প্রশ্ন উঠছে কেন? এত তাড়াতাড়ি ওঁদের ফেয়ারওয়েল নিয়ে চিন্তা করছেন কেন?'

শুধু এটাই নয়, রাজীব শুক্লা স্পষ্ট করে জানিয়েছেন, BCCI কখনও কোনও খেলোয়াড়কে অবসর নেওয়ার কথা জানায় না। খেলোয়াড়রা নিজেরাই সেই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, 'আমাদের পলিসি খুব স্পষ্ট। BCCI কখনও কোনও ক্রিকেটারকে অবসর নিতে বলে না। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়।'

কোহলি-রোহিতের ফিটনেস প্রসঙ্গে কী বললেন শুক্লা?
BCCI ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, কোহলি এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার অন্যতম ফিট প্লেয়ার। ওয়ান ডে-তে রোহিতও খুব ভাল পারফর্ম করছেন বলে মন্তব্য করেন তিনি। এই দুই তারকা খেলোয়াড় যখন ভাল ফর্মে রয়েছে, তখন তাঁদের ফেয়ারওয়েল নিয়ে ফ্যানেদের এখনই মাথাব্যথার কারণ নেই বলেও উল্লেখ করেছেন রাজীব শুক্লা। তাঁর কথায়, 'সামনে বাধা এলে আমরা দেখিয়ে দেব কীভাবে তা অতিক্রম করতে হবে। এখনই কেন ওঁদের ফেয়ারওয়েল নিয়ে কথা হচ্ছে, বুঝতে পারছি না। কোহলি খুবই ফিট। ট্রেনিং করছে ওঁ। রোহিত দারুণ খেলছে। এত চিন্তা কীসের?'

Advertisement

অক্টোবর ১৯ থেকে ২৫ পর্যন্ত অস্ট্রেলিয়ায় রয়েছে ওয়ান ডে টুর্নামেন্ট। সেখানেই ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে কোহলি-শর্মা জুটিকে। 

 

Read more!
Advertisement
Advertisement